প্রথম চীন আন্তর্জাতিক আমদানি মেলা আন্তর্জাতিক সমাজের হট টপিক
  2018-11-11 17:07:40  cri
নভেম্বর ১১: সম্প্রতি বিভিন্ন দেশের পণ্ডিত ও বিশেষজ্ঞ সাক্ষাত্কারে জানিয়েছে, প্রথম চীন আন্তর্জাতিক আমদানি মেলা বিশ্বকে একটি বার্তা পাঠিয়েছে। তা হলো চীন দৃঢ়ভাবে অবাধ বাণিজ্য ও বহু পক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থায় সমর্থন দিবে এবং একটি আরো উন্মুক্ত বিশ্ব অর্থনীতি প্রতিষ্ঠাকেও সমর্থন জানাবে।

যুক্তরাষ্ট্রের কুন ফাউন্ডেশনের চেয়ারম্যান রবার্ট এল কুন জানিয়েছেন, প্রথম চীন আন্তর্জাতিক আমদানি মেলায় চীনের আরো উন্মুক্ত একটি দৃঢ় প্রতিশ্রুতি দেখা যায়। চীন বিশ্বব্যাপী রপ্তানিকারকদের কাছে একটি বিশাল বাজার দিয়েছে। তিনি বিশ্বাস করেন, চীন অব্যাহত উচ্চ মানের নীতি বাস্তবায়ন করে বাণিজ্য এগিয়ে নিয়ে যাবে, যাতে বিভিন্ন দেশের সঙ্গে উভয়ের কল্যাণ বাস্তবায়ন করা যায়।

পাকিস্তানের ইসলামাবাদ কৌশল ইনস্টিটিউটের গবেষক শেরবাজ হিটল্যান্ড জানিয়েছেন, চীন দৃঢ়ভাবে একটি উন্মুক্ত বিশ্ব অর্থনীতি প্রতিষ্ঠা করতে চেষ্টা করছে। প্রথম চীন আন্তর্জাতিক আমদানি মেলা পাকিস্তানসহ বিভিন্ন দেশকে বিশ্বের অর্থনীতিতে যুক্ত করার সুযোগ দিয়েছে।

সিমেন্টের বৃহত্তম চীন এলাকার সিইও লথার হারম্যান জানিয়েছেন, চীনের 'অর্থনৈতিক বিশ্বায়ন একটি অপরিবর্তনীয় ঐতিহাসিক প্রবণতা, যা বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে শক্তি দেবে।' চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৪০ বছরের ইতিহাস হলো একটি স্পষ্ট প্রমাণ। (জিনিয়া/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040