বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রসচিব ও চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত্
  2018-11-10 16:34:33  cri

নভেম্বর ১০: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (শুক্রবার) বেইজিংয়ে সফররত বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহিদুল হকের সঙ্গে সাক্ষাত্ করেন। দ্বিপক্ষীয় সম্পর্ক এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে শরণার্থী প্রত্যর্পণ করার বিষয় নিয়ে মতবিনিময় করেন তাঁরা।

ওয়াং ই বলেন, রাখাইন রাজ্য ইস্যু নিয়ে বাংলাদেশ ও মিয়ানমার গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে এবং চলতি মাসের মাঝামাঝি সময় থেকে প্রথম বার শরণার্থী প্রত্যর্পণ শুরু করতে একমত হয় দু'পক্ষ। জটিল এ ঐতিহাসিক সমস্যা সমাধানে এটা ভাল একটি সূচনা। চীন এতে প্রয়োজনীয় সহায়তা দেবে এবং এতে জাতিসংঘের সংশ্লিষ্ট বিভাগের গঠনমূলক ভূমিকা রাখা উচিত্ বলে উল্লেখ করেন ওয়াং ই।

শহিদুল হক বলেন, দু'পক্ষের মতৈক্য অনুযায়ী বাংলাদেশ সময় মতো শরণার্থী প্রত্যর্পণ করবে এবং এতে সহায়তা ও সমর্থনের জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানায় বাংলাদেশ। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040