ওয়াশিংটনে চীন ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক
  2018-11-10 16:26:16  cri

নভেম্বর ১০: স্থানীয় সময় গতকাল (শুক্রবার) ওয়াশিংটনে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও প্রতিরক্ষামন্ত্রী ওয়ে ফেং হ্য ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বৈঠক করেন।

ওয়ে ফেং হ্য বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং ও ট্রাম্পের মধ্যে পৌঁছানো ধারাবাহিক গুরুত্বপূর্ণ মতৈক্য দু'দেশের সম্পর্ক উন্নয়নের কৌশলগত নেতৃত্ব। দু'পক্ষের উচিত্ দু'দেশের নেতাদ্বয়ের মতৈক্য বাস্তবায়ন করা, সংঘর্ষ ও বিরোধিতা না করে পরস্পরকে সম্মান করা, সহযোগিতা করা ও উভয়ের লাভ বাস্তবায়ন করা এবং বিশ্বের শান্তি ও সমৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখা। দু'পক্ষের উচিত্ দু'দেশের বাহিনীর সম্পর্ক যথার্থভাবে মোকাবিলা করা, কৌশলগত যোগাযোগ ও পারস্পরিক আস্থা জোরদার করা, সহযোগিতা প্রসারিত করা, ঝুঁকি মোকাবিলা করা এবং আকস্মিক সংঘাত ও সংঘর্ষ মোকাবিলার নিয়ম ও উপায় নিয়ে গবেষণা করা।

ম্যাটিস বলেন, দু'দেশের বাহিনীর গঠনমূলক সম্পর্ক উন্নয়ন করা সবসময় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য। ওয়াশিংটন আশা করে, দু'বাহিনী চলমান সংলাপ ব্যবস্থা ব্যবহার করে যোগাযোগ ও সমন্বয় জোরদার করবে, সংকট নিয়ন্ত্রণ ও মোকাবিলা জোরদার করবে এবং নানা ক্ষেত্রে বাস্তব সহযোগিতা করবে।

দু'পক্ষ দক্ষিণ চীন সাগর, তাইওয়ান ও কোরীয় উপদ্বীপ ইস্যু নিয়ে মতবিনিময় করে। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040