জেনিভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে চীনের দেশ পর্যালোচনা রিপোর্ট গৃহীত
  2018-11-10 15:42:09  cri

নভেম্বর ১০: গতকাল (শুক্রবার) সুইজারল্যান্ডের জেনিভায় অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার পরিষদের সম্মেলনে চীনের তৃতীয় দফায় দাখিল করা দেশ পর্যালোচনা রিপোর্ট গৃহীত হয়।

চীনা প্রতিনিধি দলের উপ-নেতা ও জেনিভায় স্থায়ী প্রতিনিধি ইউ চিয়ে হুয়া এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী চাং চুন সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে চীনের দাখিল করা 'দেশের মানবাধিকার রিপোর্টে' সার্বিকভাবে মানবাধিকার বেগবান ও রক্ষার ক্ষেত্রে চীনের অর্জিত নতুন সাফল্য ও অগ্রগতি তুলে ধরা হয় এবং এতে মানবাধিকারের ক্ষেত্রে ৩০টি নতুন পদক্ষেপও প্রকাশ করা হয়।

পর্যালোচনায় ১২০টিরও বেশি দেশ এ ক্ষেত্রে চীনের অর্জিত বিশাল সাফল্যের স্বীকৃতি দিয়েছে এবং চীনের বৈশিষ্ট্যসম্পন্ন মানবাধিকার চেতনা ও অনুশীলনের উচ্ছ্বসিত প্রশংসা করেছে। চীনের প্রতিনিধি দল উন্মুক্ত, সহনশীল, আন্তরিক ও সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি দিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে গঠনমূলক সংলাপ চালিয়েছে, তাদের মতামত ও প্রস্তাবের ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে এবং কোনো কোনো দেশের ভিত্তিহীন অভিযোগ খণ্ডন করেছে।

(লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040