চীনের আন্তর্জাতিক আমদানি মেলা উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন দরজা খুলে দিয়েছে
  2018-11-10 15:23:01  cri

নভেম্বর ১০: শাংহাইয়ে চীনের প্রথম আন্তর্জাতিক আমদানি মেলার সবচেয়ে জনপ্রিয় খাদ্য ও কৃষি পণ্য প্রদর্শনী এলাকায় উন্নয়নশীল ও সবচেয়ে পশ্চাত্পদ দেশগুলোর অংশগ্রহণকারী ব্যবসায়ীরা পৃথক পৃথকভাবে যার যার বৈশিষ্ট্যসম্পন্ন নিজ দেশের পণ্য তুলে ধরেন এবং যা ব্যাপক ক্রেতা ব্যবসায়ীর দৃষ্টি আকর্ষণ করে।

যখন উন্নত দেশগুলো নানা ধরনের উন্নত প্রযুক্তি ও হাই-টেকনিক দ্রব্য তুলে ধরছে, তখন উন্নয়নশীল ও সবচেয়ে পশ্চাত্পদ দেশগুলো তাদের খাদ্য, কৃষি পণ্য, পোশাক ও ভোক্তা পণ্য এবং বৈচিত্র্যময় পর্যটন সম্পদ জনপ্রিয় করে তুলছে।

আন্তর্জাতিক আমদানি মেলায় লোকজন গভীরভাবে অনুভব করতে পারেন যে, সুখী জীবন সাধনা করা হলো বিভিন্ন দেশের জনগণের অভিন্ন আশা-আকাঙ্ক্ষা। এবারের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় প্রেসিডেন্ট সি'র উত্থাপিত 'সহনশীল কল্যাণে অবিচল থাকা এবং বিভিন্ন দেশের অভিন্ন উন্নয়নকে এগিয়ে যাওয়ার' প্রস্তাব জনগণের এই আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দিক নির্দেশনা দিয়েছে বলে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র ভাষ্যকার মনে করেন।

চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের যৌথ প্রচেষ্টায় এবারের মেলা 'নানা ফুলের ফুটন্ত বাগান' হয়ে ওঠে। উন্নয়নশীল ও পশ্চাত্পদ দেশগুলো যার যার বৈশিষ্ট্যসম্পন্ন দ্রব্যের মাধ্যমে এখানে বাণিজ্যিক সুযোগ ও বাজার খুঁজে পেয়েছে। তাদের কাছে এই মেলার মাধ্যমে উন্নয়নের নতুন এক দরজা খোলা হয় বলে সিআরআইয়ের ভাষ্যকার মনে করেন।

(লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040