ওয়াশিংটনে চীন ও মার্কিন পক্ষের যৌথ সাংবাদিক সম্মেলন
  2018-11-10 15:13:03  cri

নভেম্বর ১০: গতকাল (শুক্রবার) ওয়াশিংটনে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও বৈদেশিক বিষয়ক কার্যনির্বাহী কমিটি কার্যালয়ের পরিচালক ইয়াং চিয়ে ছি, রাষ্ট্রীয় কাউন্সিলার ও প্রতিরক্ষামন্ত্রী ওয়ে ফেং হ্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস একসঙ্গে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন।

সম্মেলনে ইয়াং চিয়ে ছি বলেন, আর্জেন্টিনায় অনুষ্ঠেয় জি-টোয়েন্টি গোষ্ঠীর নেতৃবৃন্দের শীর্ষসম্মেলন চলাকালে প্রেসিডেন্ট সি চিন পিং এবং ট্রাম্পের বৈঠক খুব তাত্পর্যপূর্ণ। চীন ও যুক্তরাষ্ট্রকে বিশ্বের প্রথম দু'টি অর্থনৈতিক সত্তা হিসেবে আখ্যায়িত করে ইয়াং আরো বলেন, দু'দেশের ব্যাপক অভিন্ন স্বার্থ ও সহযোগিতার বিশাল অবকাশ আছে। চীন ও যুক্তরাষ্ট্রের দু'দেশের নেতৃবৃন্দের সম্পাদিত মতৈক্য অনুযায়ী পরস্পরকে সম্মান করা, মতভেদ নিয়ন্ত্রণ করা এবং দু'দেশের সম্পর্কের সুষ্ঠু উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত্ বলে তিনি জোর দিয়ে বলেন।

ওয়ে ফেং হ্য বলেন, চীন-মার্কিন সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দু'দেশের দু'টি বাহিনী বিশ্বের শান্তি ও নিরাপত্তা সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চীনের বাহিনী দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব, ভূখণ্ডের অখণ্ডতা ও উন্নয়নের স্বার্থ রক্ষা করে এবং যুক্তরাষ্ট্রের বাহিনীর সঙ্গে যোগাযোগ বজায় রেখে পারস্পরিক আস্থা বৃদ্ধি, সহযোগিতা জোরদার এবং মতভেদ নিয়ন্ত্রণ করতে ইচ্ছুক বলে তিনি উল্লেখ করেন। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040