নভেম্বর ৯: শাংহাইয়ে চলছে 'প্রথম চীন আন্তর্জাতিক আমদানি মেলা'। মেলায় অংশগ্রহণকারী চীনা ও বিদেশিরা মনে করে, মেলাটি চীনের উন্মুক্তকরণ প্রক্রিয়া এবং এর বৈশ্বিক তাত্পর্য ফুটিয়ে তুলেছে।
শাংহাই আমেরিকান চেম্বার অব কমার্স বোর্ডের সাবেক চেয়ারম্যান বলেন, তিনি বিশ্বের সর্বশেষ উন্নয়ন ও অভিজ্ঞতা উপভোগের জন্য শাংহাই এসেছেন। মেলায় এসে চীনের বড় পরিবর্তন বুঝতে পেরেছেন তিনি।
শাংহাই ফেডারেশন অব সোশাল সায়েন্সেসের চেয়ারম্যান বলেন, গত ১০ বছরে রাষ্ট্রীয় মালিকানাধীন এন্টারপ্রাইজের বিরাট রূপান্তরের একটি অভিজ্ঞতা হয়েছে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে চীনের উন্মুক্তকরণ নীতি। প্রথম চীন আন্তর্জাতিক আমদানি মেলা চীন সরকারের উন্মুক্তকরণের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা হিসেবে, 'এক অঞ্চল, এক পথ' বরাবর দেশগুলোর জন্য চীনের উন্নয়নকে একটি 'দ্রুত পথে' উঠিয়ে দিয়েছে।
(জিনিয়া/তৌহিদ/রুবি)