পঞ্চম বিশ্ব ইন্টারনেট সম্মেলন শেষ; ইন্টারনেটের আলো সারা বিশ্বে প্রজ্বলিত হয়েছে
  2018-11-09 19:03:33  cri
নভেম্বর ৯: পঞ্চম বিশ্ব ইন্টারনেট সম্মেলন আজ (শুক্রবার) চ্যচিয়াং প্রদেশের উজেনে শেষ হয়েছে। তিন দিনব্যাপী সম্মেলনে বিশ্বের অনেক দেশ ও অঞ্চলের প্রতিনিধি 'পারস্পরিক আস্থায় প্রশাসনিক ডিজিটাল বিশ্ব প্রতিষ্ঠা- ইন্টারনেটের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কমিউনিটি গঠনের যৌথ প্রচেষ্টা'কে কেন্দ্র করে আলোচনা করেছেন। সম্মেলন চলাকালে ২০টিরও বেশি শাখা ফোরাম অনুষ্ঠিত হয়েছে।

এবারের সম্মেলনের সময় 'বিশ্ব ইন্টারনেট উন্নয়ন প্রতিবেদন-২০১৮' এবং চীনের ইন্টারনেট উন্নয়ন প্রতিবেদন ২০১৮' শীর্ষক ব্লুবুক প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে চীনের ডিজিটাল অর্থনীতির পরিমাণ ২৭ লাখ ২০ হাজার কোটি ইউয়ান। যা দেশীয় জিডিপিতে ৫৫ শতাংশ অবদান রেখেছে।

প্রতিবেদনে বিভিন্ন দেশের ইন্টারনেট উন্নয়নের অভিজ্ঞতা তুলে ধরা হয়। ইউরোপীয় সংসদের আন্তর্জাতিক বাণিজ্যিক কমিশনের সদস্য ভিভিয়ান রেডিং ভাষণে বলেন, চীনের ডিজিটাল অর্থনীতির উন্নয়ন বিশ্বের প্রথম শ্রেণীতে রয়েছে। তাই চীন ও ইউরোপের উচিত বিনিময় ও সহযোগিতা জোরদার করা।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040