ব্যবসার পরিবেশ উন্নত করার ব্যবস্থা জোরদার করবে চীন
  2018-11-09 19:01:09  cri
নভেম্বর ৯: চীন অব্যাহতভাবে দেশের বাজারে প্রবেশের নিয়মকানুন শিথিল করবে, বৈদেশিক ব্যবসায়ীদের বিনিয়োগে উত্সাহ দেবে এবং সমতাসম্পন্ন প্রতিদ্বন্দ্বী পরিবেশ তৈরি করবে বলে জানিয়েছেন দেশটির বেশ কয়েকটি মন্ত্রণালয়ের কর্মকর্তা।

আজ (শুক্রবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন।

চীনের জাতীয় সংস্কার ও উন্নয়ন কমিশনের উপমহাসচিব চৌ সিয়াও ফেই প্রেস ব্রিফিংয়ে বলেন, ব্যবসার পরিবেশ উন্নত করায় সংশ্লিষ্ট ব্যবস্থার ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে এবং বিনিয়োগ ও বাণিজ্য আরও সহজিকরণ এবং সুবিধাজনক হয়েছে।

গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চীনে নতুন বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যা ৪৫ হাজার ৯শ ২২টি; যা গত বছরের একই সময়ের তুলনায় ৯৫.১ শতাংশ বেড়েছে। বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৭শ কোটি মার্কিন ডলার; যা গত বছরের একই সময়ের তুলনায় ৬.৪ শতাংশ বেশি।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040