জাতীয় কমপ্লেক্স ফায়ার রেসকিউ টিমের হাতে পতাকা প্রদান ও বিভিন্ন নির্দেশনা দিলেন সি চিন পিং
  2018-11-09 18:39:39  cri
নভেম্বর ৯: জাতীয় কমপ্লেক্স ফায়ার রেসকিউ টিমের হাতে পতাকা প্রদান করে কিছু নির্দেশনাও দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। আজ (শুক্রবার) গণমহাভবনে পতাকা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে সি চিন পিং বলেন, জাতীয় পর্যায়ের কমপ্লেক্স ফায়ার রেসকিউ টিম গঠন করা সিপিসি'র কেন্দ্রীয় কমিটির দেশ প্রশাসন ব্যবস্থা ও ক্ষমতা বাড়ানোর কৌশলগত পদক্ষেপ। এটি চীনের জাতীয় সামাজিক ব্যবস্থা ও দুর্যোগের বৈচিত্র্যের ওপর ভিত্তি করে নতুন যুগে জাতীয় জরুরি ত্রাণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ কার্যক্রম, যা চীনা মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় খুব তাত্পর্যপূর্ণ।

সি চিন পিং বলেন, দীর্ঘকাল ধরে ফায়ার রেসকিউ টিম জনসাধারণের প্রাণ ও জানমালের সুরক্ষা দিয়ে আসছে। বিশেষ করে ভয়াবহ দুর্যোগ থেকে উদ্ধার ও ত্রাণকাজে তারা অগ্রসর ভূমিকা পালন করেছে। তারা চীনের মানুষকে অগ্নিকাণ্ড, বন্যা ও বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষা করে বলে উল্লেখ করেন সি চিন পিং।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040