সিঙ্গাপুর সফরে যাচ্ছেন চীনের প্রধানমন্ত্রী; অংশ নেবেন একাধিক সম্মেলনে
  2018-11-09 17:27:48  cri
নভেম্বর ৯: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ১২ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সিঙ্গাপুরে আনু্ষ্ঠানিক সফর করবেন এবং ২১তম চীন-আসিয়ান শীর্ষসম্মেলন, ২১তম আসিয়ান-চীন-জাপান-দক্ষিণ কোরিয়া শীর্ষসম্মেলন ও ত্রয়োদশ পূর্ব এশিয়া শীর্ষসম্মেলনে অংশগ্রহণ করবেন। গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্র্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ছেন সিয়াও তুং।

তিনি বলেন, ২০১৫ সালে প্রেসিডেন্ট সি চিন পিং সিঙ্গাপুর সফরের সময় দু'দেশ সার্বিক সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক স্থাপন করে। এবারের সফরে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং সিঙ্গাপুরের শীর্ষনেতার সঙ্গে দু'দেশের ভবিষ্যৎ সহযোগিতার পরিকল্পনা করবেন এবং 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ ও সৃজনশীলতার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারে সচেষ্ট হবেন। এর পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা, বহুপক্ষীয় বানিজ্য-ব্যবস্থাসহ বিভিন্ন ইস্যুতেও তাঁরা মতবিনিময় করবেন। সফরে দু'দেশের মধ্যে একাধিক সহযোগিতাচুক্তিও স্বাক্ষরিত হবে।

ছেন সিয়াও তুং আরও জানান, পূর্ব এশিয়ার নেতৃবৃন্দের সঙ্গে ধারাবাহিক সম্মেলনগুলো থেকে চীনের প্রত্যাশা কম নয়। এসব সম্মেলনে প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং চীন ও পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতার নীতি ব্যাখা করবেন এবং পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদারে ৩০টির বেশি প্রস্তাব তুলে ধরবেন। (আকাশ/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040