সুরের ধারায়: সুই উয়েই 'ব্রাথার' ইত্যাদি
  2018-11-09 14:02:27  cri


প্রিয় শ্রোতা, আশা করি ভাল আছেন। বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

সঙ্গীত কোনো দেশের সীমা মানে না। আপনি কি এখন গাড়ি চালাচ্ছেন, নাকি বাসার কোনো কাজ করছেন? আপনি এখন একা, নাকি সাথে সঙ্গী আছে? আপনার মন আজ বেইজিংয়ের শরত্কালের নীল আকাশের মতো স্বচ্ছ, নাকি ঢাকার কালবৈশাখী সময়ের মতো মেঘলা? যে যেখানে যেভাবেই থাকুন না কেন, আসুন সঙ্গীত উপভোগ করি। সঙ্গীতের জগতে ডুব দেওয়ার আনন্দই আলাদা। কী বলেন?

(গান ১, জাই পিয়ে ছু)

বন্ধুরা, এখন যে গানটি আপনারা শুনছেন, সেটা হল গায়ক সুই উয়েই-এর রচিত ও গাওয়া গান 'জাই পিয়ে ছু' অর্থাত্ অন্য কোথাও। সুই উয়েই চীনের শানসি প্রদেশের সি আন শহরে জন্মগ্রহণ করেন। চীনের সুবিখ্যাত রক এন্ড রোল গায়ক। ১৯৯৭ সালে তার প্রথম এলবাম 'জাই পিয়ে ছু' অর্থাত অন্য কোথাও প্রকাশিত হয়। এ গানটি হলো সুই উয়েই'র সঙ্গীতের মাধ্যমে প্রকাশিত এক আহ্বান। এ আহ্বান হলো প্রযুক্তির যুগে মানুষের আবেগের কথাও ভুলে যেও না। গানে বলা হয়েছে, আমি আমার আরেকটি শরীরকে যেন দেখতে পাই। সে বহুদূর একটি জায়গায় উড়ে গেছে। প্রতিদিন কল্পনা করি নিজেই অন্য কোথাও আছি। প্রেম যেন ফুলের মত, কিন্তু ফোটে না। আকাঙ্ক্ষা যে বন্য ঘাসের মত প্রতিদিন শক্তিশালী হয়ে উঠেছে।

এখন সুই উয়েই-এর আরেকটি গান শুনুন। গানের নাম 'শিওং তি' বা ভাই।

(গান ২, শিওং তি)

এ গানে বলা হয়, আগে বেঞ্জ ও বিএমডাবুলিও চালিয়ে পৃথিবী ঘুরতে যেতে চেয়েছিলাম। কিন্তু এ দৃশ্য শুধু স্বপ্নের মধ্যে দেখা যায়। আজ আমি একটি রিক্সা চালিয়ে সব্জি বিক্রি করি। আমার স্ত্রীও চলে গেছে। বাচ্চাদের খাওয়াদাওয়া নিশ্চিত করার জন্য আমি রাস্তাঘাটে সব্জি বিক্রি করি।

(গান ৩, কু শিয়াং)

এখন শুনুন সুই উয়েই-এর আরেকটি গান 'কু শিয়াং' অর্থাত জন্মস্থান। গানে বলা হয়েছে: সূর্যাস্তের আলো আমার মুখে ছায়া দিয়েছে। আমার মন আবার অস্থির হয়ে গেছে। এখানে কোথায়? সেই অসীম যাত্রা শেষ হচ্ছে না। আমি বহুদূর বহুদূর যেতে চাই। তুমি আমার প্রেমিকা। বিদেশের স্থানে প্রতিটি ঠান্ডার রাতে তোমাকে ভীষণ মিস করি। স্বপ্নের মধ্যে তোমার অসহায় চোখ যেন দেখতে পাই। এখানে দাঁড়িয়ে তোমার সঙ্গে বিদায়ের কথা মনে পরে। তুমি আমার জন্মস্থান।

(গান ৪, থিয়ান অ্য জি লুই)

'থিয়ান অ্য জি লুই' অর্থাত রাজহাঁসের ভ্রমণ। গানটি সুই উয়েই ৩ বছর ধরে রচনা করেছেন। এ গান থেকে তার রচনার ভঙ্গি পরিবর্তন শুরু হয়। জীবনের অভিজ্ঞতা অর্জনের ভিত্তিতে তার গানের ভঙ্গিও একাকী ও দুঃখ থেকে আরো উজ্জ্বল হয়েছে। গানে বলা হয়েছে, আমরা আগের জীবনে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এ জীবনে একসাথে পৃথিবী ভ্রমণ করতে চাই। সারা জীবন অবিরামভাবে বসন্তকালে সূর্যাস্তের দিকে তাকিয়ে বাতাসের মধ্যে নাচতে থাকবো। মধ্যরাতে আকাশের তারাসমুদ্রে সাঁতার কাটি।

(গান ৫, ওয়েন নুয়ান )

এখন শুনুন সুই উয়েই-এর আরেকটি গান 'ওয়েন নুয়ান' বা উষ্ণ। গানে বলা হয়েছে: আমার ঘরে বসে তোমার ছবি দেখছি। আমরা একসাথে ইউন নান প্রদেশের তালি শহরে যাওয়ার কথা মনে পড়েছে। সেখানে রোদ খুব উজ্জ্বল, আকাশ পরিষ্কার নীল। সবুজ রংয়ের ছাং শান এবং নীল রংয়ের আই হাই। সূর্যাস্তের সোনালি আলোয় সবুজ ঘাসের মধ্যে তোমার হাসি মুখ কত উষ্ণ। এসব উষ্ণ মুহূর্ত মনে পড়লে আমার খুব হালকা সুখ অনুভূত হয়।

(গান ৬, ফেই নিয়াও)

এখন শুনুন সুই উয়েই-এর আরেকটি গান 'ফেই নিয়াও' বা উড়ার পাখী। গানে বলা হয়েছে: সন্ধ্যায় বাতাস পাইন গাছের উপরে বয়ে যায়। সে শব্দ যেন স্বর্গ থেকে আসে। এ শহরের নীরব জায়গায় দাঁড়িয়ে সব হৈচৈ যেন দূরে চলে গেছে। পাহাড় সাদা মেঘের মধ্যে লুকিয়ে থাকে। প্রজাপতি নদনদীর উপর উড়ে যায়। সন্ধ্যায় উপমা আকাশের সীমান্তে আবির্ভাব করে। এক ঝাক পাখি পশ্চিমে উড়ে যাচ্ছে। কে এ আকাশ ও ভূমির ছবি এঁকেছে? ভেতরে তুমি আর আমি আছি। আমাদের পৃথিবী কত রঙিন। কে আমাদের কান্না দিয়েছে আবার হাসি দিয়েছে। আমাদের এভাবেই দেখা হয় এবং প্রেমে পড়ি।

(গান ৭, শেং হুও পু জি ইয়ান ছিয়ান ত্য কৌ ছিয়ে)

প্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে সুই উয়েই-এর আরেকটি গান শোনবো। গানের নাম 'শেং হু পু চিন ইয়ান ছিয়ান ত্য কৌ ছিয়ে' অর্থাত জীবন শুধু জীবিত থাকা নয় । গানে বলা হয়েছে: আম্মা দরজার সামনে বসে আছে। মুখে ফুল ও যুবকের গান গুন গুন করছেন। বহু বছর পার হলেও এখনো মনে আছে তার চোখে পানি পড়ছিলো। আম্মা চলে যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে বললো, জীবন শুধু জীবিত থাকা নয়, আরো আছে কবিতা ও সুদূরের ক্ষেত্র। তুমি খালি গায়ে পৃথিবীতে এসেছো। ঐ মনের সমগ্র খোঁজার জন্য সব কিছু ছেড়ে দিতে পারো। অনেক বছর পর আমার নিজের একটা ছেলেও হয়েছে। সে দিন দিন বড় হয়ে যাচ্ছে। তার বড় হওয়া দেখে, তার জিদ ও আপস দেখে, এক দিন আমিও তাকে একই কথা বলবো।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040