সুরের ধারায়--চিন ইয়ং
  2018-11-09 10:42:56  cri



বন্ধুরা, আপনাদের উপন্যাস পড়ার অভ্যাস আছে? দারুণ উপন্যাস অবলম্বনে রচিত টিভি সিরিজ আপনাদের কেমন লাগে? আজকের অনুষ্ঠানে চীনের বিখ্যাত ও জনপ্রিয় ঔপন্যাসিক চিন ইয়ংয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তাঁর অনেকগুলো উপন্যাস অবলম্বনে তৈরি টিভি সিরিজের কিছু গান শোনাবো।

চিন ইয়ংয়ের মূল নাম চা লিয়াং ইয়ং, চিন ইয়ং নামে তিনি আরো বেশি পরিচিত। তিনি বর্তমান চীনের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় মার্শাল আর্ট ঔপন্যাসিক। তিনি ১৫টি উপন্যাস লিখেছেন। এগুলো বেশ জনপ্রিয়। তাই টিভি সিরিজ বা চলচ্চিত্র তৈরি হয়েছে। তার বিক্রি হওয়া বইয়ের পরিমাণ ৩০০ বিলিয়নেরও বেশি। চীনা লেখক নি খুয়াং বলেন 'যেখানে চীনারা আছে, সেখানে চিন ইয়ংয়ের উপন্যাস আছে।'

বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে তার উপন্যাস 'তুষার পর্বতে উড্ডীন শেয়াল' অবলম্বনে তৈরি টিভি সিরিজের গান 'স্বপ্ন অনুসরণের মানুষ' শুনুন।গান ১

চিন ইয়ং ১৯২৪ সালে চীনের চ্যচিয়াং প্রদেশের চিয়াশিং শহরের একটি বড় পরিবারে জন্মগ্রহণ করেন। ইতিহাসে তার পরিবারে অনেক অসাধারণ লোক জন্ম নেয়। তারা ভালো কবিতা ও বই লেখার জন্য বিখ্যাত। তার পূর্বপুরুষের মতো চিন ইয়ংয়ের সাহিত্য প্রতিভা অনেক। তবে পরবর্তীতে তাঁর সাফল্য ও খ্যাতি সবই তাঁর নিজের চেষ্টা।

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চিন ইয়ং তা কোং পাও'র একজন সাংবাদিক হিসাবে কাজ করতেন।

কয়েক বছর কাজের পর চিন ইয়ং সাংবাদিকের কাজ ছেড়ে উপন্যাস লিখতে শুরু করেন। শুরুতে তিনি শুধু পত্রিকায় ধারাবাহিক উপন্যাস প্রকাশ করেন। তার প্রথম উপন্যাস 'বই ও তরবারির প্রেম' শেষ না হলেও পাঠকের অনেক জনপ্রিয়তা পায়। পরে প্রকাশিত কিছু উপন্যাসও অনেক জনপ্রিয় হয়। ১৯৫৭ সাল The Legends of the Condor Heroesর প্রকাশ বড় সাফল্য পায়। এই উপন্যাস পাশ্চাত্যে চীনের 'The Lord of the Rings' হিসেবে বিবেচিত হয়। বন্ধুরা, এখন টিভি সিরিজ The Legends of the Condor Heroes র থিম গান শুনবো। 

চিন ইয়ং তার উপন্যাসে এক চমত্কার ও আকর্ষণীয় 'wuxia world' সৃষ্টি করেছেন। তার উপন্যাসে রয়েছে চীনের প্রাচীনকালে swordsmanর জীবন ও বীরত্বপূর্ণ অভিজ্ঞতা, চীনা সংস্কৃতি, জটিল মনুষ্যত্ব ও রাজনৈতিক রূপকবর্ণনা। প্রত্যেকে তার গল্পে মুগ্ধ হয় বা নিজের মনে একই অনুভূতি খুঁজে বের করতে পারে। এটি হলো চিন ইয়ংয়ের উপন্যাসের জনপ্রিয়তার কারণ।

অসংখ্য লোক চিন ইয়ংয়েরর গল্পে মেতে উঠে। উপন্যাস ছাড়া তার গল্প অবলম্বনে তৈরি টিভি সিরিজ ও চলচ্চিত্রও অনেক জনপ্রিয় হয়। বন্ধুরা, এখন শুনবো তার উপন্যাস সম্পর্কে সবচেয়ে জনপ্রিয় ও পরিচিত একটি গান 'একইভাবে বিশ্ব দেখা'। গানটি হচ্ছে 'The Legendary Swordsman'র থিম গান। বন্ধুরা, এখন তার 'একইভাবে বিশ্ব দেখা' গানটি শুনবো।

উপন্যাস রচনার পাশাপাশি, চিন ইয়ং নিজের এক পত্রিকা প্রতিষ্ঠা করেন, বর্তমান হংকংয়ের বিখ্যাত প্রেস গ্রুপে পরিণত হয়। চিন ইয়ং'র প্রভাব শুধু সাহিত্য ক্ষেত্রে নয়, তিনি রাজনৈতিক সমালোচক ও সামাজিক কর্মী হিসেবে চীনে বেশ পরিচিত। হংকংয়ের রাজনৈতিক ব্যবস্থা প্রণয়ন, 'এক দেশ, দুই নীতি' বাস্তবায়নে তিনিও অবদান রেখেছেন। সমাজের জন্য বিশেষ খেয়াল তার উপন্যাসেও প্রতিফলিত হয়।

গত সপ্তাহে অর্থাত ৩০ অক্টোবর চিন ইয়ং হংকংয়ে মারা যান। তা চীনের ইন্টারনেটে ব্যাপক সমবেদনা সৃষ্টি করে। চীনের বিভিন্ন মহলের মানুষ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং অনেক শহরে লোকজন স্বতঃস্ফূর্তভাবে শোক অনুষ্ঠান করে। মৃত্যুর পরও চিন ইয়ং ও তার চমত্কার লেখা চিরদিনের মতো লোকের মনে থেকে যাবে। বন্ধুরা, অনুষ্ঠান শেষ একসঙ্গে তাঁর উপন্যাস 'Dragon Buster' অবলম্বনে তৈরি টিভি সিরিজের একটি গান—'জীবন যেন একটি স্বপ্ন' শুনুন।

 (তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040