ভারতের রাজধানী নয়াদিল্লির বায়ুর মানে গুরুতর অবনতি
  2018-11-09 10:39:12  cri
নভেম্বর ৯: ভারতে ঐতিহ্যবাহী দিওয়ালি উত্সবে ব্যাপকভাবে আতশবাজি পোড়ানোর কারণে, দেশটির রাজধানী নয়াদিল্লির বায়ুর মানে গুরুতর অবনতি ঘটেছে। ভারতীয় সরকার গতকাল (বৃহস্পতিবার) এ-তথ্য জানায়।

প্রকাশিত তথ্যানুসারে, বর্তমানে দিল্লির বায়ুতে দীর্ঘ সময় শ্বাস নিলে শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হবার আশঙ্কা প্রবল। সরকার লোকজনকে যতদূর সম্ভব বাইরে না-বের হতে পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, ৭ নভেম্বর ভারতে দিওয়ালি উত্সব পালিত হয়। (তুহিনা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040