বিশ্ব ইন্টারনেট সম্মেলনের শাখা ফোরাম অনুষ্ঠিত, বিগ ডেটা যুগে ব্যক্তিগত তথ্য রক্ষার বিষয় জোরালো
  2018-11-08 19:37:47  cri
নভেম্বর ৮: বিশ্ব ইন্টারনেট সম্মেলনের শাখা ফোরাম আজ (বৃহস্পতিবার) চ্যচিয়াং প্রদেশের উচেনে অনুষ্ঠিত হয়েছে। এ ফোরামের প্রতিপাদ্য ছিলো 'বিগ ডেটা যুগে ব্যক্তিগত তথ্য রক্ষা'।

চীনের প্রথম শ্রেণীর অভিশংসক ও সর্বোচ্চ অভিশংসক সংস্থার উপ-মহাপরিচালক ছিউ স্যু ছিয়াং উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন।

চীনের প্রধান অভিশংসক ও সর্বোচ্চ অভিশংসক সংস্থার মহাপরিচালক চাং চুন ফোরামে বলেন, 'বিশ্ব ইন্টারনেট প্রশাসনের সংস্কার চারটি ভিত্তি ও পাঁচটি প্রস্তাবের ভিত্তিতে করা প্রয়োজন। পাশাপাশি ব্যক্তিগত তথ্য চুরি বা যে কোনো অপরাধ ঠেকানোর জন্য ইন্টারনেট প্রশাসন ব্যবস্থা আরও সমতাসম্পন্ন ও উপযুক্ত করা হবে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040