চীনের প্রথম আমদানি মেলা বিভিন্ন পক্ষের জন্য ব্যাপক সুযোগ বয়ে এনেছে: বেশ কয়েকটি দেশের উধ্বর্তন কর্মকর্তা
  2018-11-08 19:35:52  cri
নভেম্বর ৮: চীনের প্রথম আমদানি মেলা গত ৫ নভেম্বর শুরু হয়েছে। এ মেলা বিভিন্ন পক্ষের জন্য ব্যাপক সুযোগ বয়ে এনেছে বলে প্রশংসা করেছেন বেশ কয়েকটি দেশের উধ্বর্তন কর্মকর্তা।

মেলায় অংশগ্রহণকারী মালয়েশিয়ার বৈদেশিক বাণিজ্য উন্নয়ন ব্যুরোর নির্বাহী কর্মকর্তা শাহরিন মদরোস গতকাল (বুধবার) বলেন, মালয়েশিয়া বরাবরই চীনের বাজারের ওপর গুরুত্ব দেয় এবং আন্তর্জাতিক বাণিজ্যে ইতিবাচক যোগান দিয়ে আসছে। চীনের সঙ্গে বাণিজ্যে মালয়েশিয়া ব্যাপক উপকৃত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে মালয়েশিয়া-চীন বাণিজ্যে প্রবৃদ্ধি বজায় রয়েছে। চীনের আয়োজিত প্রথম আমদানি মেলা মালয়েশিয়া ও চীনের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রবৃদ্ধির সুযোগ দিয়েছে।

কাতারের বাণিজ্য ও শিল্প উপমন্ত্রী সুলতান বিন রাশিদ আল খাতার বলেন, চীনের প্রথম আমদানি মেলায় বিশ্বের কাছে চীন নিজের উন্নয়নের মাধ্যমে অন্য সহযোগিতামূলক অংশীদারদের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছে। এবারের মেলা বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে আকর্ষণ করেছে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040