গত অক্টোবরে চীনে আমদানি ও রপ্তানির পরিমাণ ধারণার চেয়ে ২০ শতাংশ বেড়েছে
  2018-11-08 19:35:01  cri
নভেম্বর ৮: গত অক্টোবর মাসে চীনে আমদানি ও রপ্তানির পরিমাণ ২ লাখ ৭৫ হাজার কোটি ইউয়ান ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ২২.৯ শতাংশ বেশি। এর মধ্যে রপ্তানির পরিমাণ ১ লাখ ৪৯ কোটি ইউয়ান এবং আমদানির পরিমাণ ১ লাখ ২৬ হাজার ইউয়ান, যা যথাক্রমে ২০.১ ও ২৬.৩ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞদের মতে চীন সারা বছর বৈদেশিক আমদানি-রপ্তানির স্থিতিশীলতা বজায় রাখবে বলে ধারণা করা হচ্ছে।

অক্টোবর মাসের এ পরিসংখ্যান নিয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য ও অর্থনীতি সহযোগিতামূলক একাডেমির আন্তর্জাতিক বাজার গবেষণালয়ের উপমহাপরিচালক পাই মিং বলেন, "চীনের কেন্দ্রীয় সরকার বৈদেশিক বাণিজ্যে স্থিতিশীলতা বজায় রাখার নির্দেশ দিয়েছে। বিভিন্ন স্থানে এ লক্ষ্যে ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে, বাণিজ্য সহজিকরণ এবং কিছু কিছু শিল্প অঞ্চল গঠন ইত্যাদি।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040