চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত্
  2018-11-08 19:30:31  cri

নভেম্বর ৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে আজ (বৃহস্পতিবার) গণ-মহাভবনে মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার সাক্ষাত্ করেছেন। সি চিন পিং বলেন, কিসিঞ্জার চীনা জনগণের পুরাতন বন্ধু এবং চীন-মার্কিন সম্পর্ক উন্নয়নে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। চীন তা কখনও ভুলবে না। ৪০ বছর ধরে, চীন-মার্কিন সম্পর্কে ঝড়-ঝাপটা থাকলেও স্থিতিশীলভাবে সামনে এগিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আসন্ন জি-২০ শীর্ষসম্মেলনের সময় বৈঠকে দু'পক্ষের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীরভাবে মতবিনিময় হবে বলে উল্লেখ করেন সি।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত্ পরস্পরের কৌশলগত লক্ষ্য সঠিকভাবে বোঝা। চীন শান্তি ও উন্নয়নের পথে চলবে এবং সংঘর্ষ ও বিরোধিতা না করে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে চীন-মার্কিন সম্পর্ক উন্নয়ন করবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের উচিত্ চীন নিজের ইচ্ছা অনুযায়ী উন্নয়নের পথ বাছাই করার অধিকারকে সম্মান করবে, চীনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন রক্ষা করবে।

কিসিঞ্জার বলেন, চীনে এসে প্রেসিডেন্ট সির সঙ্গে আবার দেখা হওয়ায় তিনি আনন্দিত। বর্তামান পরিস্থিতিতে চীন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা তা বিশ্বশান্তি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে চাইলে কৌশলগত দৃষ্টিভঙ্গি ও দূরদর্শিতা দরকার। যুক্তরাষ্ট্র ও চীনের উচিত্ পরস্পরকে বোঝা, কৌশলগত যোগাযোগ জোরদার করা, অভিন্ন স্বার্থ বাড়ানো ও যথাযথভাবে মতভেদ নিয়ন্ত্রণ করা।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040