প্যারিসে যুক্তরাষ্ট্র ও রুশ প্রেসিডেন্টের বৈঠক বাতিল
  2018-11-08 15:23:39  cri

নভেম্বর ৮: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (বুধবার) বলেছেন, আগামী শনি ও রোববার ফ্রান্সের প্যারিসে আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশ নেবেন তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন না। এদিন হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রথম বিশ্বযুদ্ধের একশ বছর পূর্তি উপলক্ষ্যে ফ্রান্সে আয়োজন করা হবে স্মরণ অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে পুতিনসহ নানা দেশের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন ট্রাম্প। তবে পুতিনের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন না। পরবর্তীতে অনুষ্ঠেয় জি-২০ গোষ্ঠীর শীর্ষসম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠকের প্রত্যাশা ব্যক্ত করেন ট্রাম্প।

উল্লেখ্য, ৯ থেকে ১১ নভেম্বর ফ্রান্স সফরে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040