চীন-রাশিয়া প্রধানমন্ত্রী পর্যায়ের ২৩তম বৈঠক বেইজিংয়ে অনুষ্ঠিত
  2018-11-08 14:50:30  cri

 

নভেম্বর ৭: চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (বুধবার) সকালে বেইজিংয়ের গণমহাভবনে রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সঙ্গে বৈঠক করেন। এটি ছিল চীন-রাশিয়া প্রধানমন্ত্রী পর্যায়ের ২৩তম নিয়মিত বৈঠক।

বৈঠকে লি খ্য ছিয়াং বলেন, চীন ও রাশিয়া পরস্পরের সুপ্রতিবেশী ও উন্নয়ন-অংশীদার। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেক বার সফল বৈঠক করেছেন। তাদের বৈঠকগুলো দু'দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কের উচ্চমান বজায় রাখতে সহায়ক হয়েছে। চীন রাশিয়ার সঙ্গে অব্যাহতভাবে রাজনৈতিক ও কৌশলগত আস্থা গভীরতর করতে এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায়। দু'দেশ যৌথভাবে বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য কাজ করে যাবে বলেও বেইজিং আশা করে।

লি খ্য ছিয়াং আরও বলেন, চলতি বছর থেকে চীন-রাশিয়া বাণিজ্যিক সহযোগিতা দ্রুত উন্নত হচ্ছে। চলতি বছর দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১০,০০০ কোটি মার্কিন ডলারের বেশি হতে পারে। ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতার সুপ্তশক্তিও বিশাল। তিনি আশা করেন: ভবিষ্যতে দু'পক্ষের পারস্পরিক বাণিজ্য বাড়বে; পারস্পরিক বিনিয়োগ বিভিন্ন ক্ষেত্রে আরও সম্প্রসারিত হবে; কৃষিখাতে পারস্পারিক সহযোগিতা জোরদার হবে; নব্যতাপ্রবর্তন, প্রযুক্তির ব্যবহার ও মৌলিক গবেষণাক্ষেত্রে পারাস্পরিক সহযোগিতা গভীরতর হবে।

এসময় মেদভেদেভ বলেন, চীন ও রাশিয়ার সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক গভীর থেকে গভীরতর হচ্ছে। দু'দেশ উচ্চ পর্যায়ের যোগাযোগ বজায় রাখবে, বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতা জোরদার করবে, এবং একসঙ্গে বহুপক্ষবাদ ও অবাধ বাণিজ্যব্যবস্থা রক্ষায় ইতিবাচক ভূমিকা রেখে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। (তুহিনা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040