বেইজিংয়ে চীন ও রাশিয়ার প্রধানমন্ত্রীদ্বয়ের যৌথ সাংবাদিক সম্মেলন
  2018-11-08 13:40:41  cri

নভেম্বর ৮: চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ও রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ গতকাল (বুধবার) সকালে বেইজিংয়ের গণমহাভবনে বৈঠকের পর, এক যৌথ সাংবাদিক সম্মেলন উপস্থিত হন। এসময় চীনা প্রধানমন্ত্রী বৈঠকের ফলাফলকে কার্যকর ও ফলপ্রসূ বলে আখ্যায়িত করেন।

তিনি বলেন, দু'দেশের মধ্যে প্রধানমন্ত্রী পর্যায়ের নিয়মিত বৈঠক টানা ২২ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। এতে দু'দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কের স্থিতিশীল উন্নয়নের ধারা প্রতিফলিত হয়।

চীনা প্রধানমন্ত্রী আর‌ও বলেন, দু'পক্ষের উচিত বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ কাজে লাগিয়ে জ্বালানিসম্পদ খাতে সহযোগিতা জোরদার করা; বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নব্যতাপ্রবর্তনে পারস্পরিক সহযোগিতা জোরদার করে কৃষিখাতে সহযোগিতা বাড়ানো; এবং পারস্পরিক সাংস্কৃতিক আদানপ্রদান বাড়ানো।

এসময় মেদভেদেভ বলেন, দু'দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর থেকে গভীরতর হচ্ছে। ভবিষ্যতে দু'দেশের মধ্যে বাণিজ্য, ই-কমার্স, জ্বালানিসম্পদ ইত্যাদি খাতে সহযোগিতা আরও জোরদার হবে বলে মস্কো আশা করে। তা ছাড়া, ইউরোপ-এশিয়া অর্থনৈতিক জোটের সঙ্গে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগকে সংযুক্ত করতে দু'দেশের উচিত ঘনিষ্ঠ সহযোগিতা চালানো। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040