শাংহাই মেলায় প্রেসিডেন্ট সি'র ভাষণ: আন্তর্জাতিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া
  2018-11-08 13:36:27  cri


নভেম্বর ৮: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গত ৫ নভেম্বর শাংহাইয়ে প্রথম আন্তর্জাতিক আমদানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে বিশ্বের বিভিন্ন দেশকে চীনের সঙ্গে সহযোগিতা করতে আহ্বান জানান এবং বিশ্বের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। আন্তর্জাতিক মহল তাঁর ভাষণে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।

ইইউ কমিটির স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সদস্য উয়েটেনিস আন্ড্রিউকায়টিস চীনা প্রেসিডেন্টের 'নব্যতাপ্রবর্তনভিত্তিক ও সহনশীল উন্মুক্ত বিশ্ব অর্থনীতি প্রতিষ্ঠার' ধারণার সঙ্গে ঐকমত্য প্রকাশ করেন। তিনি বলেন, চীন যে সংকেত দিয়েছে তা খুব উত্সাহব্যঞ্জক। সংরক্ষণবাদের বিরোধিতা করে অবাধ বাণিজ্য ও বহুপক্ষবাদকে সমর্থনের ব্যাপারে ইইউ চীনের সঙ্গে একমত।

অস্ট্রেলিয়ার বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগমন্ত্রী সিমন বার্মিংহাম বলেন, চীনা প্রেসিডেন্টের ভাষণে টেলি-যোগাযোগ, শিক্ষা, চিকিত্সা ও সংস্কৃতি ক্ষেত্রে উন্মুক্তকরণের প্রক্রিয়া দ্রুততর করার কথা বলা হয়েছো, যা অস্ট্রেলিয়ার কাছে সুযোগ বলে মনে হচ্ছে।

চীনে সুদানের রাষ্ট্রদূত আহমদ শাভির মনে করেন, আমদানি মেলায় উন্মুক্তকরণের প্রশ্নে চীনের দৃঢ়তা প্রতিফলিত হয়েছে। এটা হবে সুদানসহ বিভিন্ন দেশের জন্য বড় সুযোগ। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040