তফসিল না পেছাতে নির্বাচন কমিশনকে জাতীয় পার্টির আহ্বান
  2018-11-07 19:42:54  cri
নির্বাচনের তফসিল না পেছাতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট।

বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ দাবি জানান তারা। ইভিএম ব্যবহার না করা এবং সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ব্যবহার করাসহ ৮ দফা দাবি পেশ করেন তারা কমিশনের কাছে। বৈঠকে জোটের মুখপাত্র ও জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ও অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন বৈঠকে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040