ঐক্যফ্রন্টের নির্বাচন পেছানোর দাবি নাকচ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2018-11-07 19:42:11  cri
সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন পেছানোর দাবি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ব্যবহারসহ কয়েকটি দাবি মেনে নিয়েছে সরকার।

বুধবার জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে প্রধানমন্ত্রী এ সব কথা বলেছেন বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে কাদের জানান, সংবিধানের বাইরে কোনো দাবি মানা সম্ভব নয় বলে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন। দীর্ঘ ৩ ঘন্টার বৈঠক শেষে গণভবন থেকে বের হয়ে যাওয়ার সময় ঐক্যফ্রন্টের বেশির ভাগ নেতাই কিছু বলেননি। শুধু অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, তাদের সাত দফার মধ্যে মূল চারটি দাবির কোনোটিই মানেনি সরকার। পরে বেইলি রোডে সংবাদ সম্মেলনে ড. কামাল ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাদের ৭ দফা দাবিতে যুগপৎ আলোচনা ও আন্দোলন চলবে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040