সংস্কার ও উন্মুক্তকরণের যাত্রায় পুনরায় আস্থা ও প্রতিজ্ঞা করলেন সি চিন পিং
  2018-11-07 19:39:22  cri

নভেম্বর ৭: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সামরিক কমিশনের চেয়ারম্যান এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি শাংহাই পরিদর্শনের সময় বলেন, সবার উচিত নতুন যুগে চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র সংক্রান্ত চিন্তাধারাকে কেন্দ্র করে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি সংস্কার ও উন্মুক্তকরণের যাত্রায় পুনরায় আস্থা ও প্রতিজ্ঞা জোরদার করা। সবাইকে স্থিতিশীলতার মাধ্যমে বৃদ্ধি, সার্বিকভাবে নতুন উন্নয়নের তত্ত্ব মেনে চলা, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা নির্মাণ দ্রুততর করা এবং শহর-নগরে প্রতিদ্বন্দ্বিতার সামর্থ্য উন্নত করার পরামর্শ দেন তিনি।

গত ৬ ও ৭ নভেম্বর চীনের প্রথম আন্তর্জাতিক আমদানি মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, শাংহাই শহরের সিপিসির সম্পাদক লি ছিয়াং এবং মেয়র ইং ইয়ো'র সঙ্গে শহরটির বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি ও শহর পরিচালনা কেন্দ্র এবং হাইটেক প্রযুক্তি অঞ্চল পরিদর্শন করেছেন।

লু চিয়া চুইয়েতে অবস্থিত শাংহাই কেন্দ্রীয় ভবন চীনের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় উঁচু ভবন। এটি শাংহাইয়ের প্রতীক। এ ভবনের ২২তলায় লু চিয়া চুই ব্যাংকিং সিটির পার্টি নির্মাণ বিষয়ক সেবাকেন্দ্র। মঙ্গলবার সকালে সি চিন পিং সেটি পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় সি চিন পিং বলেন, মূল স্তরে পার্টি নির্মাণের কাজ সবচেয়ে কঠিন। পার্টির সদস্যদের প্রশিক্ষণ ও প্রশাসনের কাজ ভালোভাবে পরিচালনার নির্দেশ দেন সি চিন পিং।

শাংহাইয়ের হোং খৌ অঞ্চল পরিদর্শনের সময় সি চিন পিং বলেন, চীন বয়সী সমাজে প্রবেশ করেছে। বৃদ্ধবৃদ্ধাদের সুখী জীবন ও দীর্ঘায়ু রক্ষা করা আমাদের সদিচ্ছা।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040