আন্তর্জাতিক অর্থনৈতিক ও আর্থিক সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে সংলাপ করেছেন চীনের প্রধানমন্ত্রী
  2018-11-07 19:31:31  cri
নভেম্বর ৭: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (মঙ্গলবার) বেশ কয়েকটি আন্তর্জাতিক অর্থনৈতিক ও আর্থিক সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে সংলাপ বা '১+৬ গোলটেবিল বৈঠকে' মিলিত হন। এ সময় লি খ্য ছিয়াং বলেন, চীন বিভিন্ন পক্ষের সঙ্গে বহুপক্ষবাদ, অবাধ বাণিজ্য ও বিশ্বায়নের গভীর উন্নয়ন সাধনে ইচ্ছুক। চীনা অর্থনীতির স্থিতিশীল ও গুণগতমানের উন্নয়ন রক্ষায় শক্তিশালী ব্যবস্থা নেবে চীন।

গত দু'বছর ধরে '১+৬ গোলটেবিল বৈঠক' অনুষ্ঠিত হচ্ছে এবং চীনের প্রধানমন্ত্রী ও বিশ্বের প্রধান প্রধান আন্তর্জাতিক অর্থনৈতিক ও আর্থিক সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাদের বৈঠকের প্রধান প্ল্যাটফর্ম। এবারের বৈঠকের প্রতিপাদ্য ছিলো 'চীন ও বিশ্বের উন্মুক্ত সহযোগিতার মধ্যে অর্থনীতির উভয়েই কল্যাণ অর্জন করা।' বিশ্ব ব্যাংকের গভর্নর কিম ইয়ো, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দ, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রবার্তো আজেভেদো, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা বা ওইসিডি'র মহাসচিব গুরিয়া এবং আর্থিক স্থিতিশীলতা কাউন্সিলের চেয়ারম্যান কার্নি, আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গ্রিনফিল্ড এ বৈঠকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং তাদের সঙ্গে বর্তমান বিশ্ব অর্থনীতির প্রবণতা, বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা, চীনা অর্থনীতি এবং সংস্কার ও উন্মুক্তকরণসহ নানা বিষয়ে মতবিনিময় করেছেন।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040