মার্কিন মধ্যবর্তী নির্বাচন শেষ
  2018-11-07 18:48:07  cri

নভেম্বর ৭: মার্কিন গণমাধ্যম স্থানীয় সময় মঙ্গলবার রাতে জানিয়েছে, এদিন অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি হাউস অফ রিপ্রেজেনটেটিভসের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে এবং সেনেটে রিপাবলিকান পার্টির আসন আগের চেয়ে বেড়েছে। মার্কিন সংসদ আবারও বিচ্ছিন্ন একটি যুগে প্রবেশ করেছে বলেও উল্লেখ করে দেশটির গণমাধ্যম।

দেশটির নতুন সংসদ ২০১৯ সালের শুরুতে দায়িত্ব পালন শুরু করবে।

জনমত জরিপ অনুযায়ী, ভোটাররা চিকিত্সা বীমা, অভিবাসন ও অর্থনীতির ওপর সবচেয়ে বেশি নজর দিয়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, ডেমোক্র্যাটিক পার্টি হাউস অফ রিপ্রেজেনটেটিভস-এ তাদের অধিকাংশ আসন নিয়ে অভ্যন্তরীণ ও কূটনৈতিক ব্যাপারে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ দেবে।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040