উচেনে পঞ্চম বিশ্ব ইন্টারনেট মেলা উদ্বোধন
  2018-11-07 16:20:52  cri

নভেম্বর ৭: পঞ্চম বিশ্ব ইন্টারনেট মেলা আজ (বুধবার) চ্যচিয়াং প্রদেশের উচেন শহরে উদ্বোধন করা হয়েছে। সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও সম্প্রচারমন্ত্রী হুয়াং খুন মিং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অভিনন্দানবানী পড়ে শোনান এবং একটি ভাষণ দেন।

হুয়াং খুন মিং বলেন, অভিনন্দনবানীতে প্রেসিডেন্ট সি উত্থাপিত ধারণা ও প্রস্তাব- ইন্টারনেট উন্নয়নের প্রবণতায় গভীর দৃষ্টি, তথ্যপ্রবাহের যুগে মানবজাতির অভিন্ন কল্যাণে গুরুত্ব দেওয়া এবং বিশ্বের নানা দেশের সঙ্গে ডিজিটাল বিশ্ব গড়ে তোলার প্রত্যাশার প্রতিফলন। এটি বিশ্ব ইন্টারনেট প্রশাসনে চীনের প্রজ্ঞা তুলে ধরেছে।

হুয়াং খুন মিং বলেন, বর্তমান বিশ্বে, তথ্য প্রযুক্তির উন্নয়ন নিত্য নতুন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। এই পরিবর্তন গভীরভাবে উত্পাদন ও জীবনযাপনের রীতির সঙ্গে যুক্ত। ভবিষ্যতে উভয়ের কল্যাণে একসাথে এগিয়ে যাওয়া, পরস্পরকে সম্মান করা, পাস্পরিক আস্থা বৃদ্ধি এবং ইন্টারনেট আকাশে নানা দেশের উন্নয়ন, অংশগ্রহণ ও প্রশাসনিক অধিকার রক্ষা করা হবে।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040