পঞ্চম বিশ্ব ইন্টারনেট মেলায় অভিনন্দন জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট
  2018-11-07 16:19:54  cri

নভেম্বর ৭: পঞ্চম বিশ্ব ইন্টারনেট মেলা আজ (বুধবার) চীনের চ্যচিয়াং প্রদেশের উচেন শহরে উদ্বোধন করা হয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এতে অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দনবানীতে সি চিন পিং বলেন, বর্তমানে বিশ্ব আরও ব্যাপক ও গভীর বিজ্ঞান ও প্রযুক্তি-বিপ্লব ও শিল্প-সংস্কারের সম্মুখীন। ইন্টারনেট, বিগ ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক তথ্য প্রযুক্তি ব্যাপকভাবে উন্নত হচ্ছে। ডিজিটাল অর্থনীতি উত্সাহব্যঞ্জকভাবে প্রসারিত হচ্ছে, নানা দেশের স্বার্থ আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হচ্ছে। বিশ্ব অর্থনীতি উন্নয়নে নতুন চালিকাশক্তি যোগাতে হলে দ্রুত ডিজিটাল অর্থনীতির উন্নয়ন, বিশ্ব ইন্টারনেট প্রশাসন ব্যবস্থা আরও ন্যায্য এবং যুক্তিসঙ্গত খাতে উন্নত করা দরকার।

সি চিন পিং জোর দিয়ে বলেন, বিশ্বের নানা দেশের পরিস্থিতি ভিন্ন, ইন্টারনেট উন্নয়নের ভিন্নতা রয়েছে এবং বিভিন্ন রকম চ্যালেঞ্জ রয়েছে। তবে, ডিজিটাল অর্থনীতি উন্নয়নের প্রত্যাশা একই; সাইবার নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলার স্বার্থ এবং ইন্টারনেট প্রশাসন জোরদারের চাহিদা একই। নানা দেশের উচিত বাস্তব সহযোগিতা গভীর করা এবং পাস্পরিক আস্থা ও যৌথ প্রশাসনের ভিত্তিতে অভিন্ন লক্ষ্যের ইন্টারনেট কমিউনিটি গঠনে আরও চেষ্টা চালানো। (শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040