প্রসঙ্গ: চীন আন্তর্জাতিক আমদানি মেলায় বাণিজ্যের সুযোগ
  2018-11-07 14:59:10  cri
প্রথম চীন আন্তর্জাতিক আমদানি মেলা চীনের শাংহাই শহরে চলছে। মেলার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে, রাষ্ট্রীয় বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ প্যাভিলিয়নে মোট ৮২টি দেশ ও ৩টি আন্তর্জাতিক সংস্থার ৭১টি স্টোর স্থাপিত হয়েছে। অনেক দেশের সরকারি কর্মকর্তারা এসব স্টোরে ''সুপার বিক্রেতা" হিসেবে কাজ করছেন। প্রশ্ন হচ্ছে: 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় আয়োজিত আমদানি মেলা অংশগ্রহণকারী দেশগুলোর জন্য কী কী সুযোগ সৃষ্টি করেছে বা করবে?

গতকাল (মঙ্গলবার) সকালে প্রথম চীন আন্তর্জাতিক আমদানি মেলায় ব্রিটেন প্যাভিলিয়নের উদ্বোধন হয়। ৫০টিরও বেশি ব্রিটিশ শিল্পপ্রতিষ্ঠান এই মেলায় অংশ নিচ্ছে। চীন ও ব্রিটেনের মধ্যে অর্থ ও পেশাদার সেবা, চিকিত্সা ও জৈব বিজ্ঞান, শিক্ষা, উদ্ভাবন শিল্প এবং ক্রীড়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুপ্তশক্তির সন্ধান করবে তারা।

ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী লিয়াম ফক্স দু'দেশের বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান ও সংস্থার চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, চীনের আয়োজিত আমদানি মেলার মাধ্যমে চীনা জনগণ আরও বেশি বিদেশি গুণগত মানসম্পন্ন পণ্য ও সেবা উপভোগ করতে পারবে। এ ছাড়া চীন ও ব্রিটেনের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। তিনি বলেন,

"চীন আন্তর্জাতিক আমদানি মেলায় ব্রিটেনের অংশগ্রহণ 'স্বর্ণ যুগে' চীনের সঙ্গে ব্রিটেনের বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ সহযোগিতার প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতীক। ব্রিটেন প্যাভিলিয়নের প্রতিপাদ্য হল 'উদ্ভাবন'। উদ্ভাবনের কারণে গোটা ব্রিটেন প্রাণচঞ্জল হচ্ছে। এটা ব্রিটেন-চীন সহযোগিতার চালিকাশক্তি।"

উত্তর আমেরিকার কৃষিপ্রধান দেশ মেক্সিকো কিভাবে চীনের সঙ্গে সহযোগিতা করবে? এক্ষেত্রে আন্তঃদেশীয় ই-কমার্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে, মেক্সিকো সরকার চীনের আলিবাবা গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, আলিবাবার বিটুবি মঞ্চের মাধ্যমে মেক্সিকোর ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলো চীন ও অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারিত করবে। বিশ্বের বৃহত্তম আভাকাডো রফতানিকারক দেশ হিসেবে মেক্সিকোর প্রোম্যাক্সিকো ব্যুরোর প্রধান পাউলো কারেনো দেশের আভাকাডো ও চীনের আলিবাবা গ্রুপের জন্য 'সুপার মুখপাত্র' হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বলেন,

"ই-কমার্স বর্তমানের এবং ভবিষ্যতের বাণিজ্যের মৌলিক পদ্ধতি। এর মাধ্যমে বিশ্বের কেনাটাকা সহজতর ও সুবিধাজনক হয়েছে। আলিবাবা আমাদের কৌশলগত অংশীদারদের অন্যতম। গত এক বছরে আলিবাবার সঙ্গে আমাদের সহযোগিতা খুব ফলপ্রসূ হয়েছে। এর শ্রেষ্ঠ উদাহরণ হল আভাকাডো ব্যবসা। আমি মেক্সিকোর আরও বেশি শিল্পপ্রতিষ্ঠানকে আলিবাবার প্লাটফর্ম ব্যবহার করার আমন্ত্রণ জানাই।"

'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় আয়োজিত এবারের আমদানি মেলায় 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংশ্লিষ্ট ৫৮টি দেশের এক হাজারেরও বেশি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে পাকিস্তান প্যাভিলিয়নের চীন-পাক অর্থনৈতিক কড়িডোর প্রদর্শনীতে যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়ন ও যৌথ উন্নয়নের সুন্দর আকাঙ্খা তুলে ধরা হয়েছে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040