সিঙ্গাপুরে অর্থনৈতিক নব্যতাপ্রবর্তন ফোরামে চীনা ভাইস প্রেসিডেন্ট
  2018-11-07 12:49:24  cri

নভেম্বর ৭: দু'দিনব্যাপী 'অর্থনৈতিক নব্যতাপ্রবর্তন ফোরাম, ২০১৮' গতকাল (মঙ্গলবার) সিঙ্গাপুরে শুরু হয়। চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং ছি শান উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং ভাষণ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চীনের ভাইস প্রেসিডেন্ট বলেন, বর্তমান বিশ্বের রাজনীতি ও অর্থনীতি গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এসময় মানবজাতি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি, বিদ্যমান বিভিন্ন সুযোগ কাজে লাগিয়ে আরও সামনে এগিয়ে যেতে পারে।

তিনি বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঐতিহাসিক প্রবণতা অনুসরণ করে নিজ নিজ অবস্থানে দৃঢ় থাকা। মানবজাতির শান্তি ও উন্নয়নের জন্য প্রয়োজন বিভিন্ন দেশের জনগণকে তাদের পছন্দের উন্নয়নপথ বেছে নিতে দেওয়া। পাশাপাশি, পরামর্শের মাধ্যমে মতভেদ দূর করতে হবে, উন্মুক্তকরণ ও সংস্কার গভীরতর করে জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করতে হবে।

ওয়াং ছি শান আরও বলেন, চীন এখনও একটি উন্নয়নশীল দেশ। চীনের উন্নয়ন-প্রক্রিয়া ভারসাম্যপূর্ণ। চীন নিজের উন্নয়নের সমস্যা সমাধানের পাশাপাশি, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করতে চায়।

ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040