টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার
  2018-11-06 19:44:57  cri
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মন্ত্রিসভা পুনর্গঠনের জন্য ৪ টেকনোক্র্যাট মন্ত্রীকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদত্যাগের নির্দেশ পাওয়া ৪ টেকনোক্র্যাট মন্ত্রী হলেন, ধর্মমন্ত্রী মতিউর রহমান, প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। অন্য মন্ত্রীরা স্বপদে বহাল থাকবেন। চলতি বছর জানুয়ারিতে সবশেষ রদবদলের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় ৩০ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রী ছিলেন। ওবায়দুল কাদের জানান, ৭ তারিখের মধ্যে শেষ হবে চলমান সংলাপ আর ৮ তারিখ এবিষয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040