সাবেক ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ পিয়েরে রাফারিন বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভাষণ খুবই ইতিবাচক। ভাষণে চীনের আরও উচ্চ মানের উন্মুক্তকরণ জোরদার এবং মানবজাতির অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কমিউনিটি গঠন করার ধারণা তার মনে প্রভাব ফেলেছে।
সুইডেনের উচ্চ পর্যায়ের গবেষক ম্যাটস কারিসন বলেন, সি চিন পিংয়ের ভাষণে চীনের আরও উন্মুক্তকরণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তা বিশ্বের মানুষের জন্য কল্যাণকর হবে বলে তিনি মনে করেন।
এ ছাড়া আরও বেশ কয়েকটি দেশের নেতৃবৃন্দ প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভাষণের প্রশংসা করেছেন।
(রুবি/তৌহিদ)