জার্মানির ডায়ে ওয়েল্ট পত্রিকা 'চীনা প্রেসিডেন্ট দেশের উন্মুক্তকরণ বাড়ানোর প্রতিশ্রুতি' শিরোনামে নিবন্ধ প্রকাশ করেছে। নিবন্ধে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দেশের উন্মুক্তকরণ বাড়াতে, বিদেশি প্রতিষ্ঠানের বাণিজ্য ও বিনিয়োগ বাধা কমানো এবং আমাদানিকৃত পণ্যের ভোগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। চীন এ ধারাবাহিক ব্যবস্থার মাধ্যমে 'বিশ্ব পর্যায়ের অর্থনৈতিক পরিবেশ উন্নত করতে চায় বলে মন্তব্য করেছে পত্রিকাটি।
জাপানের এনএইচকের খবরে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, চীনের উন্মুক্তকরণের দরজা বন্ধ হবে না, আরও প্রসারিত হবে। এবার জাপানের ৪৫০টিরও বেশি প্রতিষ্ঠান ও সংস্থা মেলায় অংশ নিয়েছে। জাপানের নানা পণ্য চীনে বিক্রির প্রচেষ্টা চালাচ্ছে সে সব প্রতিষ্ঠান।
চীনে পাক দূতাবাসের সাবেক কূটনীতিক জামির আওয়ান সংবাদদাতাদের বলেন, সি চিন পিংয়ের ভাষণে চীনের বাজার আরো উন্মুক্ত করার প্রতিশ্রুতি আর্থিক বিশ্বায়নের সবচেয়ে শক্তিশালী সমর্থন।
(রুবি/তৌহিদ)