শাংহাইয়ে সি চিন পিংয়ের সঙ্গে লিথুয়ানিয়ার প্রেসিডেন্টের বৈঠক
  2018-11-06 11:00:59  cri

নভেম্বর ৬: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (সোমবার) শাংহাইয়ে লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট দালিয়া গ্রিবাউসকিটের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এসময় তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন।

বৈঠকে সি চিন পিং বলেন, লিথুয়ানিয়া বাল্টিক সাগর অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ এবং মধ্য-পূর্ব ইউরোপে চীনের সহযোগী ও উন্নয়ন-অংশীদার। দু'দেশের সম্পর্ককে চীন বিশেষ গুরুত্ব দেয়। দু'পক্ষের উচিত পরস্পরকে সম্মান করা, পারস্পরিক আস্থা জোরদার করা, এবং পরস্পরের কেন্দ্রীয় স্বার্থকে বিবেচনায় রেখে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে উদ্যোগ নেওয়া।

প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, লিথুয়ানিয়ার ভৌগোলিক অবস্থান ভাল। দেশটি এশিয়া ও ইউরোপের যোগাযোগে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। চীন আশা করে, লিথুয়ানিয়ার সঙ্গে উন্নয়ন-কৌশল সমন্বয় করে, যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় পারস্পরিক সহযোগিতা জোরদার করা, পারস্পরিক বিনিয়োগ বাড়ানো এবং ই-কমার্স, জ্বালানি, কৃষি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা সম্ভব হবে।

জবাবে লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট বলেন, বর্তমান বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতিতে চীনের আন্তর্জাতিক আমদানি মেলা আয়োজন করা একটি ভাল উদ্যোগ। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট সি চীনকে বাইরের বিশ্বের জন্য আরও উন্মুক্ত করার এবং অবাধ বৈশ্বিক বাণিজ্য-ব্যবস্থাকে সমর্থন দিয়ে যাওয়ার কথা বলেছে, যা বিশ্বের জন্য কল্যাণকর। চীনের সঙ্গে সার্বিক সহযোগিতা জোরদার করে বহুপক্ষবাদ ও অবাধ বাণিজ্য-ব্যবস্থা উন্নত করতে ইচ্ছুক লিথুয়ানিয়া। (তুহিনা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040