চীনের উন্নয়নের অভিজ্ঞতা থেকে পাকিস্তান উপকৃত হতে পারে: ইমরান খান
  2018-11-06 10:35:45  cri

নভেম্বর ৬: চীনের উন্নয়নের অভিজ্ঞতা থেকে পাকিস্তান উপকৃত হতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল (সোমবার) চীনের শাংহাইয়ে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক আমদানি মেলার 'পাকিস্তান বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে' তিনি এ-মন্তব্য করেন।

তিনি বলেন, চীন সংরক্ষণবাদের বিরোধিতা করে এবং কার্যকর ব্যবস্থা নিয়ে অবাধ বৈশ্বিক বাণিজ্য-ব্যবস্থার উন্নয়নে অবদান রাখছে। এ অবস্থায়, দীর্ঘমেয়াদি উন্নয়ন-পরিকল্পনা তৈরি করা, জনগণের শিক্ষার মান উন্নত করা, পেশাগত প্রশিক্ষণ জোরদার করা, এবং সুষ্ঠু বাণিজ্যিক পরিবেশ সৃষ্টি করাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা থেকে শিখতে পারে পাকিস্তান।

পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিসহ দেশটির বিভিন্ন সরকারি কর্মকর্তা ও দু'দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় ৩০০ জন এ সম্মেলনে অংশগ্রহণ করেন। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040