সাক্ষাত্কালে ফেং লি ইউয়ান বলেন, দীর্ঘদিন ধরে গেটস তহবিল দারিদ্র্যবিমোচন ও বিভিন্ন রোগ প্রতিরোধে অনেক কাজ করে আসছে এবং চীনের সঙ্গে এইডস প্রতিরোধ, দারিদ্র্যবিমোচন ও স্বাস্থ্য ক্ষেত্রে কার্যকর সহযোগিতা চালিয়ে আসছে।
ফেং লি ইউয়ান আরও বলেন, চীন সার্বিকভাবে দারিদ্র্যমুক্তির লক্ষ্যে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সম্ভাব্য সবকিছু করছে। এক্ষেত্রে চীন গেটস তহবিলের মতো তৃতীয় পক্ষের সঙ্গে সহযোগিতা চালাতে ইচ্ছুক।
জবাবে বিল গেটস চীনের প্রথম আমদানি মেলার সফল আয়োজনে বেইজিংকে অভিনন্দন জানিয়ে বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বক্তৃতা শুনে তিনি খুব উত্সাহিত হয়েছেন। বর্তমান জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে চীনের সহনশীল ও উন্মুক্ত অবস্থান খুব মূল্যবান। গেটস তহবিল চীনের সঙ্গে দারিদ্র্যবিমোচন ও স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখতে ইচ্ছুক। (স্বর্ণা/আলিম)