চীনে একটি প্রবাদ আছে, 'সাধারণ মানুষ স্বার্থ অনুসন্ধান করে এবং মেধাবী মানুষ প্রবণতা অনুসন্ধান করে।' এতে প্রমাণিত হয় যে, একটি মানুষ, একটি সমাজ ও একটি রাষ্ট্র কেবল প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে চললেই ব্যাপক উন্নতি করতে পারে।
বর্তমান বিশ্ব অর্থনীতি ব্যাপক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এ প্রেক্ষাপটে সি চিন পিং বিশ্ব ও চীনের অর্থনীতি নিয়ে সচেতন থাকার কথা বলেন। ভাষণে তিনি বলেন, অর্থনীতির বিশ্বায়ন ঐতিহাসিক প্রবণতা। উন্মুক্তকরণ ও সহযোগিতা বিশ্বের অর্থ-বাণিজ্যকে প্রাণচঞ্চল করার নতুন চালিকাশক্তি। বিভিন্ন দেশের প্রতি উন্মুক্তকরণ ও যোগাযোগ জোরদার এবং উভয়ের উপকারিতামূলক সহযোগিতার আওতা বাড়ানো, নব্যতাপ্রবর্তনের মাধ্যমে পরিচালনা করা এবং পুরানো ও নতুন চালিকাশক্তি রূপান্তর করা, সহনশীল উপকারিতার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের অভিন্ন উন্নয়ন সাধন' এ তিনটি নীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট সি।
(রুবি/তৌহিদ)