'চীনা ভাষার আকর্ষণ" প্রতিযোগিতার লটারি অনুষ্ঠিত
  2018-11-05 19:24:30  cri

চীন ও বাংলাদেশের মধ্যে রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি খাতে যোগাযোগ দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশের বিভিন্ন বয়সের শিক্ষার্থীর মধ্যে চীনা ভাষা শেখার আগ্রহও বাড়ছে। এমনই এক প্রেক্ষাপটে আয়োজন হয় 'চীনা ভাষার আকর্ষণ' শীর্ষক সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা। এটি শুরু হয় ২০ জুলাই। প্রতিযোগিতার বিষয়ে চীন আন্তর্জাতিক বেতার আর আমাদের সময়ে ৬টি প্রবন্ধ প্রকাশ হয়। সেখান থেকে ১১টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে অনেকেই ই-মেইল ও চিঠি পাঠান। চীন আন্তর্জাতিক বেতার আর আমাদের সময় আয়োজিত এই প্রতিযোগিতার লটারি অনুষ্ঠিত হয়েছে ৩ নভেম্বর। আমাদের সময়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার ও চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে। এ ছাড়াও উপস্থিত ছিলেন আমাদের সময়ের উপ-সম্পাদক দীপঙ্কর লাহিড়ী, হেড অব মার্কেটিং আহসানুজ্জামান রিমন, সিনিয়র সহকারী সম্পাদক মঈন আবদুল্লাহ, চীন আন্তর্জাতিক বেতারের সাংবাদিক খোং চিয়া চিয়া প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইভান সাইর।

লটারির মাধ্যমে বিজয়ীদের তালিকা: প্রতিযোগিতায় প্রথম হয়েছেন রাধানীর নিউমার্কেটের ফেদাউস রশিদ রাঈদ। দ্বিতীয় হয়েছেন ৫ জন। তারা হলেন চট্টগ্রামের সন্দীপের নুসরাত জাহান সিনথিয়া, রাজশাহীর গ্রেটার রোডের আশিক ইকবাল টোকন, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মো. সেলিম, রাজধানীর দারুস সালামের শারমিন আক্তার এবং পূর্ব রাজবাজারের জান্নাতুল ফেরদৌস। তৃতীয় হয়েছেন ১০ জন। তারা হলেন সিলেট কোম্পানীগঞ্জের সুলতানা আক্তার মুনিয়া, রাজধানীর আগারগাঁওয়ের মনি আক্তার, দনিয়ার রায়হান আহমেদ, রামপুরার মুক্তা মালা, তেজগাঁওয়ের মো. ফরহাদ, কল্যাণপুরের আবু মোহাম্মদ আরিয়ান মুনতাসির, উত্তর গোড়ানের জিহাদ ইমাম, নাখালপাড়ার আবদুল কাদির শাকিল, কুমিল্লার দাউদকান্দির শায়লা আক্তার এবং সাতক্ষীরা তালার বিউটি আক্তার। প্রতিযোগিতায় সান্ত্বনা পুরস্কার হয়েছেন ১৫ জন। তারা হলেন নারায়নগঞ্জের আড়াইহাজারের সুমাইয়া তাবাসসুম আনহা, বগুড়ার চন্দন বাইশার এম মিনহাজ উদ্দিন বিপুল, সিলেটের জিন্দাবাজারের শিল্পী আক্তার মিম, চট্টগ্রামের বাকলিয়ার আবিদা সুলতানা, ঠাকুরগাঁওয়ের নিশ্চিন্তপুরের আবিদা সাহিদা মুক্তা, সিলেটের খাদিম নগরের তাহমিনা আক্তার লিমা, রাজধানীর পূর্ব রাজাবাজারের শারমিন হাসান, এলিফ্যান্ট রোডের কানিজ আক্তার শানু, চট্টগ্রামের রাউজানের নুর মোহাম্মদ, চট্টগ্রামের ড্রাই ডক কলোনির ফাইরুজ সুরাইয়া, ঢাকার আসিফ রায়হান তপু, রাজধানীর মাটিকাটার আহমেদ আল সাজিদ, মোহাম্মদপুরের নিশাত নাওয়ার মুক্তা, টাঙ্গাইলের ঘাটাইলের মোবারক হোসেন ফনি এবং কলকাতার পূর্ব বর্ধমানের বেবি সুলতানা।

আগামী ১০ নভেম্বর বিকাল ৩টায় রাজধানীর যমুনা ফিউচার পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। কুইজে দেওয়া ফোন নাম্বারসহ বিজয়ীদের ঐদিন স্বশরীরে উপস্থিত থাকতে হবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040