নভেম্বর ৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ আজ (সোমবার) শাংহাইয়ে সাক্ষাত্ করেছেন।
সি চিন পিং বলেন, বর্তমানে চীন ও রাশিয়া উন্নয়ন ও পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। জটিল আন্তর্জাতিক পরিস্থিতির সম্মুখীন হয়ে চীন-রাশিয়া সম্পর্কের উচ্চমান বজায় রাখা এবং চীন-রাশিয়া কৌশলগত সহযোগিতা সুসংবদ্ধ করা আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দু'দেশের বাস্তব সহযোগিতা গভীরতর করার সিদ্ধান্তের কথা উল্লেখ করে সি বলেন, দু'পক্ষের উচিত জ্বালানি, কৃষি, অর্থ ও প্রযুক্তি নবায়নসহ নানা ক্ষেত্রে সহযোগিতা গভীর করা এবং চলতি ও আগামী বছর চীন-রাশিয়া আঞ্চলিক সহযোগিতা বর্ষের নানা অনুষ্ঠান ভালোভাবে আয়োজন করা। অতিথি রাষ্ট্র হিসেবে এবারের 'চীন আন্তর্জাতিক আমদানি মেলায়' রাশিয়াকে স্বাগত জানান প্রেসিডেন্ট সি।
মেদভেদেভ বলেন, আন্তর্জাতিক আমদানি মেলায় অংশ নিয়ে তিনি আনন্দিত। এই মেলা দু'দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উপর গুরুত্ব দেওয়ার প্রতিফলন। রাশিয়া-চীন সম্পর্ক অভূতপূর্ব উচ্চতায় উঠেছে। চীনের সঙ্গে দু'দেশের নেতার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে, বাস্তব সহযোগিতা প্রসারিত করতে, আন্তর্জাতিক বিষয়ে সমন্বয় ও সহযোগিতা ঘনিষ্ঠ করতে, আন্তর্জাতিক নিয়ম রক্ষা করতে ও বিশ্বশান্তি ও স্থিতিশীল রক্ষা করতে ইচ্ছুক রাশিয়া।
(শিশির/তৌহিদ)