'প্রথম চীন আন্তর্জাতিক আমদানি মেলার' উদ্বোধনী অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্টের ভাষণ
  2018-11-05 16:24:26  cri

নভেম্বর ৫: প্রথম চীন আন্তর্জাতিক আমদানি মেলা আজ (সোমবার) শাংহাইয়ে উদ্বোধন হয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন।

ভাষণে সি চিন পিং বলেন, এ মেলা চীনের নতুন দফা উচ্চ পর্যায়ের বৈশ্বিক উন্মুক্তকরণের গুরুত্বপূর্ণ ধাপ এবং বিশ্বের সামনে চীনের বাজার আরও উন্মুক্ত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ থেকে আবারও প্রমাণিত হয়েছে যে, চীন বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থাকে সমর্থন করে, অবাধ বাণিজ্যব্যবস্থা উন্নয়ন পক্ষের শক্তি এবং উন্মুক্ত বিশ্ব অর্থনীতি ও অর্থনৈতিক বিশ্বায়নকে সমর্থন করে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, অর্থনৈতিক বিশ্বায়নের বাস্তবতা অস্বীকার করা যায় না। আরও উন্মুক্ত সহযোগিতা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের একমাত্র প্রাণশক্তি। বিশ্ব অর্থনীতি ও মানবজাতির উন্নয়নের জন্য উন্মুক্ত সহযোগিতার কোনো বিকল্প নেই।

উন্মুক্তকরণ বৃদ্ধির নতুন ব্যবস্থাও ঘোষণা করেন প্রেসিডেন্ট সি। চীন আমদানি বাড়াবে, নিজের বাজারে বিদেশি পণ্য ও সেবা প্রবেশের বিধিনিষেধ শিথিল করবে, শিক্ষা ও চিকিত্সা ক্ষেত্রে বিদেশি পুঁজি বিনিয়োগের মাত্রা ও পরিমাণ বাড়াবে। মেধাস্বত্ব লঙ্ঘনের ক্ষেত্রে ক্ষতিপূরণ ব্যবস্থা চালু করবে, উন্মুক্তকরণ সম্প্রসারণে নতুন পরীক্ষামূলক বিশেষ অঞ্চল গড়ে তুলবে এবং বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় সহযোগিতা গভীরতর করবে।

প্রেসিডেন্ট সি আরও বলেন, সার্বিক আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক চুক্তি, চীন-ইউরোপ বিনিয়োগ আলোচনা এবং চীন-জাপান-দক্ষিণ কোরিয়া অবাধ বাণিজ্য অঞ্চলের আলোচনা তাড়াতাড়ি শেষ করতে চায় চীন।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040