১৫ বছরে ৪০ ট্রিলিয়ন ডলারের পণ্য ও সেবা আমদানি করবে চীন: সি চিন পিং
  2018-11-05 11:41:50  cri
নভেম্বর ৫: আগামী ১৫ বছরে বিদেশ থেকে ৪০ ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য ও সেবা আমদানি করবে চীন। এর মধ্যে পণ্য আমদানি হবে ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের এবং সেবা ১০ ট্রিলিয়ন মার্কিন ডলারের। আজ (সোমবার) শাংহাইয়ে আয়োজিত চীনের প্রথম আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই)-র উদ্বোধনী অনুষ্ঠানে এ-তথ্য জানান চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।

প্রেসিডেন্ট সি বলেন, চীন আমদানি বাড়াবে, নিজের বাজারে বিদেশি পণ্য ও সেবা প্রবেশের বিধিনিষেধ শিথিল করবে, আন্তর্জাতিক মানসম্পন্ন বাণিজ্যপরিবেশ সৃষ্টি করবে, উন্মুক্তকরণ সম্প্রসারণে নতুন পরীক্ষামূলক বিশেষ অঞ্চল গড়ে তুলবে, এবং বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় সহযোগিতা গভীরতর করবে।

সি চিন পিং বলেন, উন্মুক্তকরণ প্রক্রিয়াকে আরও বেগবান করার লক্ষ্যে চীন রফতানিপণ্যের ওপর থেকে শুল্ক কমাবে, আমদানি-প্রক্রিয়া সহজতর কবরে, আঞ্চলিক অনলাইন-বাণিজ্য দ্রুত উন্নত করবে. আর্থিক শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য নিজের বাজার ক্রমশ উন্মুক্ত করবে, পরিষেবা শিল্পকে উন্মুক্ত করার প্রক্রিয়া অব্যাহত রাখবে, এবং শিক্ষা ও চিকিত্সা ক্ষেত্রে বিদেশি পুঁজি বিনিয়োগের মাত্রা ও পরিমাণ বাড়াবে।

প্রেসিডেন্ট সি আরও বলেন, সার্বিক আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক চুক্তি, চীন-ইউরোপ বিনিয়োগ আলোচনা, এবং চীন-জাপান-দক্ষিণ কোরিয়া অবাধ বাণিজ্য অঞ্চলের আলোচনা তাড়াতাড়ি শেষ করে চায় চীন। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040