প্রেসিডেন্ট সি বলেন, বিভিন্ন দেশের উচিত দৃঢ়ভাবে সংরক্ষণবাদ ও একতরফাবাদের বিরোধিতা করা; নিজেদের বাজার উন্মুক্তকরণের কাজ অব্যাহত রাখা; পারস্পরিক অর্থনৈতিক সংযুক্তি ও বিনিময়ের জন্য কাজ করা; যৌথভাবে উন্মুক্ত বৈশ্বিক অর্থনীতি গড়ে তোলা; সামষ্টিক আর্থিক নীতিমালা সমন্বিত করা; ন্যায়গত, যুক্তিযুক্ত ও স্বচ্ছ আন্তর্জাতিক বাণিজ্য নীতিমালা গড়ে তোলা; বাণিজ্য ও পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে সুযোগ-সুবিধা বাড়ানো; এবং সার্বিকভাবে বৈশ্বিক অর্থনীতিকে আরও উন্মুক্ত করতে প্রচেষ্টা চালানো।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশের উচিত বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিল্পে সংস্কারের সুযোগ কাজে লাগিয়ে, ডিজিটাল অর্থনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সহযোগিতা জোরদার করা এবং যৌথভাবে নতুন প্রযুক্তি ও নতুন শিল্প গড়ে তুলতে সচেষ্ট হওয়া। (সুবর্ণা/আলিম)