অভিন্ন উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন চীনের প্রেসিডেন্ট
  2018-11-05 10:42:27  cri
নভেম্বর ৫: অভিন্ন উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে বিশ্বের সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি আজ (সোমবার) শাংহাইয়ে প্রথম আন্তর্জাতিক আমদানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ-আহ্বান জানান।

প্রেসিডেন্ট সি বলেন, বতর্মান বিশ্বে বাণিজ্যে সংরক্ষণবাদ ও একপক্ষবাদের প্রবণতা ক্রমশ তীব্রতর হচ্ছে; অর্থনৈতিক বিশ্বায়ন, বহুপক্ষবাদ ও অবাধ বাণিজ্যব্যবস্থা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ প্রেক্ষাপটে, বিশ্বের সকল দেশের উচিত যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করা।

তিনি জোর দিয়ে বলেন, অর্থনৈতিক বিশ্বায়নের বাস্তবতা অস্বীকার করা যায় না। আর উন্মুক্ত সহযোগিতা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের একমাত্র প্রাণশক্তি। বৈশ্বিক অর্থনীতি ও মানবজাতির উন্নয়নের জন্য উন্মুক্ত সহযোগিতার কোনো বিকল্প নেই। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040