চীনের প্রথম আন্তর্জাতিক আমদানি মেলার উদ্বোধন করলেন প্রেসিডেন্ট সি চিন পিং
  2018-11-05 10:30:17  cri
নভেম্বর ৫: শাংহাইয়ে আজ (সোমবার) স্থানীয় সময় সকালে চীনের প্রথম আন্তর্জাতিক আমদানি মেলার উদ্বোধন করেন প্রেসিডেন্ট সি চিন পিং। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি 'সহনশীলতা ও নতুনত্বভিত্তিক উন্মুক্ত বৈশ্বিক অর্থনীতি' গড়ে তোলার আহ্বান জানান।

প্রেসিডেন্ট সি মেলায় অংশগ্রহণকারী ১৭২টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থা এবং ৩৬০০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠানকে স্বাগত জানান। তিনি আশা করেন, বিভিন্ন দেশের বন্ধুরা চীনের উন্নয়নের সুযোগ কাজে লাগিয়ে, আন্তর্জাতিক পর্যায়ে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার করবে এবং অভিন্ন সমৃদ্ধি ও অগ্রগতির জন্য কাজ করে যাবে।

মেলায় ৪ লক্ষাধিক দেশি-বিদেশি ব্যবসায়ী আকৃষ্ট হবেন বলে ধারণা করা হচ্ছে। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040