ভোজসভায় প্রেসিডেন্ট সি চীন সরকার ও জনগণের পক্ষ থেকে বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ও অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, শাংহাই চীনের বৃহত্তম অর্থনৈতিক কেন্দ্র। আর এই মেলা চীনের বাজারকে বিদেশিদের সামনে আরও উন্মুক্ত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আশা করেন, বিভিন্ন পক্ষের যৌথ প্রচেষ্টায় এই মেলা আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতা, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়ন, এবং বিভিন্ন দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনার ব্যাপারে ইতিবাচক ভুমিকা পালন করবে।
উল্লেখ্য, আজ ৫ নভেম্বর মেলা শুরু হচ্ছে, চলবে ১০ নভেম্বর পর্যন্ত। মেলায় বিশ্বের ১৭২টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণ করছে। এতে বিশ্বের ৩৬০০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান নিজেদের উত্পাদিত পণ্য ও সেবা তুলে ধরার সুযোগ পাচ্ছে। (সুবর্ণা/আলিম)