'রেড ম্যানশনে একটি স্বপ্ন'
  2018-11-05 08:41:53  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের একটি টিভি সিরিজের কয়েকটি সংগীত শোনাতে চাই। টিভি সিরিজের নাম হল 'রেড ম্যানশনে একটি স্বপ্ন' (A Dream in Red Mansions)। এর আরেকটি নাম 'পাথরের গল্প' (The Story of the Stone)। 'রেড ম্যানশনে একটি স্বপ্ন' আসলে চীনের প্রাচীনকালের সবচেয়ে চারটি বিখ্যাত উপন্যাসের একটি। চীনের ছিং রাজবংশের (১৬৩৬ থেকে ১৯১২ সাল পর্যন্ত) ছাও স্যুয়ে ছিন (১৭১৫ সালের ২৮ মে জন্ম, ১৭৬৩ সালের ১২ ফেব্রুায়ারি মৃত্যু) উপন্যাসটি লিখেছেন। তিনি নিজের জীবন অনুসারে উপন্যাসটি লিখেছেন। এখন আমি প্রথমে আপনাদেরকে 'পারিবারিক বিচ্ছেদ' নামের সংগীত শোনাবো। আশা করি, আপনারা সংগীতটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন 'রেড ম্যানশনে একটি স্বপ্ন' টিভি সিরিজের সংগীত 'পারিবারিক বিচ্ছেদ' নামের সংগীত। ছাও স্যুয়ে ছিন'র উপন্যাসে নারী ও মেয়ে'র সুন্দর বর্ণনা দিয়েছেন। ছাও স্যুয়ে ছিন'র পূর্বপুরুষের বাড়ি লিয়াওনিং প্রদেশের থিয়েলিং, কিন্তু জন্মগ্রহণ করেন নানচিংয়ে। ছোটবেলা তাঁর পরিবার ধনী ছিল। কিন্তু তাঁর বাবার অপরাধের কারণে পরিবারের ক্ষতি হয়। পরে পরিবারটি বেইজিংয়ে স্থানান্তরিত হয়। তাঁর জীবনের অভিজ্ঞতা খুবই সমৃদ্ধ। এখন আমি আপনাদেরকে 'শরত্কালের জানালার বাইরে বৃষ্টি ও সূর্যাস্ত' নামের সংগীত শোনাবো। আশা করি, বন্ধুরা সংগীতটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন 'রেড ম্যানশনে একটি স্বপ্ন' টিভি সিরিজের সংগীত 'শরত্কালের জানালার বাইরে বৃষ্টি ও সূর্যাস্ত' নামের সংগীত। ছাও স্যুয়ে ছিন বেইজিংয়ে স্থানান্তরিত করার পর ছবি ও হস্তলিপিশিল্প বিক্রি করে জীবনযাপন করতেন। তখন তিনি সামন্ত সমাজকে আরো ভালভাবে বুঝতে পারেন। তিনি কবিতা, পেইন্টিং, বাগান, চীনা ঔষধ, খাদ্যের ওপর অনেক গবেষণা করেন। এখন আমি আপনাদেরকে 'প্রথম পাঠ' নামের সংগীত শোনাবো। আশা করি, বন্ধুরা সংগীতটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন 'রেড ম্যানশনে একটি স্বপ্ন' টিভি সিরিজের সংগীত 'প্রথম পাঠ'। উপন্যাসটি চীনের 'সামন্ত সমাজের বিশ্বকোষ' নামে পরিচিত। ১৯৮৭ সালে চীনের কেন্দ্রীয় টিভি কেন্দ্র ও চীনের টিভি সিরিজ তৈরি কেন্দ্র যৌথভাবে উপন্যাসের একই নামের টিভি সিরিজ তৈরি করে। টিভি সিরিজটি তখন চীনে খুবই জনপ্রিয় হয়। এমনকি, এখনো সবসময় চীনের বিভিন্ন টিভি চ্যানেলে এটি প্রচারিত হচ্ছে। চলুন, আমরা টিভি সিরিজটির 'জিলিংচৌ সংগীত' শুনি। আশা করি, বন্ধুরা সংগীতটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন 'রেড ম্যানশনে একটি স্বপ্ন' টিভি সিরিজের কয়েকটি সংগীত। এখন আমি আপনাদেরকে চীনের একজন কোরীয় জাতির কন্ঠশিল্পী ছুই চিং হাও'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৭২ সালের ৬ এপ্রিল চীনের হেইলংচিয়াং প্রদেশের মুদানচিয়াংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একটি সাধারণ গ্রামীণ পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তাঁর সংগীতে অনেক আগ্রহ ছিল। প্রাথমিক স্কুলের সময় তিনি সাংস্কৃতিক ও প্রচারের প্রতিনিধি হিসেবে বিভিন্ন জায়গায় পারফর্ম করতেন। তিনি অনেক পুরস্কারও লাভ করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'মানুষের নিরাপত্তা হল সমাজের শান্তি' নামের গান। গানটি একটি টিভি সিরিজের থিংম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ছুই চিং হাও'র কন্ঠে 'মানুষের নিরাপত্তা হল সমাজের শান্তি' নামের গান। ১৯৯৬ সালে তিনি হার্বিনের কোরীয় জাতি শিল্প যাদুঘরের সহায়তায় নিজের প্রথম কনসার্ট আয়োজন করেন। তিনি এবারের কনসার্টের সব আয় হার্বিন প্রদেশের উছাং নর্মাল একাডেমিকে প্রদান করেন। ১৯৯৮ সালে তিনি হেইলংচিয়াং প্রদেশের মুদানচিয়াং শহরে দুর্যোগ ত্রাণ কনসার্ট আয়োজন করেন। তিনি এবারের কনসার্টের ২০ লাখ ইউয়ান আরএমবি ত্রাণ-সাহায্য হিসেবে দান করে দেন। ২০০৩ সালে তিনি উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশনার কিম জং ইলের ৬১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সেদেশে চার বার কনসার্ট আয়োজন করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'আকাশে যাওয়ার পথ প্রশস্ত' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040