চীনের প্রেসিডেন্টের সঙ্গে ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সাক্ষাত্
  2018-11-04 19:59:16  cri

নভেম্বর ৪: আজ (রোববার) শাংহাইয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাত করেছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন শুয়াং ফু।

সাক্ষাতে সি চিন পিং বলেন, চলতি বছর চীন-ভিয়েতনাম সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠার ১০ম বার্ষিকী। চীন ও ভিয়েতনাম সংস্কার ও উন্নয়নের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। দু'পক্ষের উচিত্ জনগণের মৌলিক স্বার্থকে ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়া এবং দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করা।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন ও ভিয়েতনামের উচিত্ পার্টির উচ্চ পর্যায়ে ঘনিষ্ঠ বিনিময় বজায় রাখা। চীনের আরও শিল্পপ্রতিষ্ঠানকে ভিয়েতনামে বড় বড় প্রকল্পে অংশ নিতে ও আন্তঃযোগাযোগ জোরদার করতে উত্সাহ দেয় চীন। ভিয়েতনাম এবারের 'চীন আন্তর্জাতিক আমদানি মেলার' অতিথি দেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ভিয়েতনাম থেকে আরও উপযুক্ত পণ্য আমদানি করতে চায় চীন।

নুয়েন ফু বলেন, বর্তমান পরিস্থিতিতে ভিয়েতনামের পার্টি ও সরকার চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের বিনিময় আরও ঘনিষ্ঠ করতে এবং ঐক্য ও পারস্পরিক আস্থা জোরদার করতে ইচ্ছুক। চীন আন্তর্জাতিক আমদানি মেলা আয়োজনের মাধ্যমে উন্মুক্তকরণ ও অবাধ বাণিজ্যের সঙ্গে থাকার দৃঢ়প্রতিজ্ঞা প্রদর্শন করে। ভিয়েতনাম এ সুযোগ কাজে লাগিয়ে চীনে রপ্তানি বাড়াতে চায় বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040