নভেম্বর ৪: আগামী ৫-১০ নভেম্বর শাংহাই শহরে অনুষ্ঠিত হবে 'প্রথম চীন আন্তর্জাতিক আমদানি মেলা'। এ উপলক্ষ্যে আজ (রোববার) মেলার সংবাদকেন্দ্র চালু হয়েছে। দেশ-বিদেশের ৬৩০টি গণমাধ্যমের ৪১০০ জনেরও বেশি সাংবাদিক প্রদর্শনী থেকে বিভিন্ন তথ্য প্রচার করবেন।
শাংহাই জাতীয় প্রদর্শনী কেন্দ্রে সংবাদকেন্দ্রটি অবস্থিত। এর মোট আয়তন ১৩ হাজার বর্গমিটার। কেন্দ্রে রয়েছে পরামর্শ ও সেবা এলাকা, পাবলিক কাজ এলাকা, বিশেষ কাজের এলাকা, রেডিও ও টেলিভিশন ও নিউ মিডিয়া কম্পিউটার রুম, সাংবাদিক সম্মেলন ভবন ও ক্যাটারিং ইত্যাদি। জানা গেছে, সংবাদকেন্দ্রে ওয়াইফাই ব্যবস্থা রয়েছে এবং ৪ হাজার সাংবাদিকের ইন্টারনেটের চাহিদা পূরণের ব্যবস্থা করা হয়েছে।
(শিশির/তৌহিদ)