প্রথম চীন আন্তর্জাতিক আমদানি মেলা উদ্বোধনে অভিনন্দন: সিসিটিভি'র সম্পাদকীয়
  2018-11-04 16:50:43  cri
নভেম্বর ৪: প্রথম চীন আন্তর্জাতিক আমদানি মেলার উদ্বোধনে অভিনন্দন জানিয়ে চীনের কেন্দ্রীয় টেলিভিশন আজ (রোববার) 'চীনের উন্নয়ন, বিশ্বের সুযোগ' শিরোনামে সম্পাদকীয় প্রকাশ করেছে। সম্পাদকীয়তে বলা হয়, আগামীকাল (সোমবার) প্রথম চীন আন্তর্জাতিক আমদানি মেলার উদ্বোধন করা হবে। বিশ্বের বিভিন্ন স্থানের ৩ হাজারেরও বেশি প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে। ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনীতিবিদ, শিল্পপতি ও আন্তর্জাতিক সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা বিশ্ব বাণিজ্য নিয়ে পরিকল্পনা করবেন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উদ্যোগে শুরু হওয়া এ মেলা চীনের আমদানি-কেন্দ্রিক প্রথম জাতীয় মেলা। এটি কোনো সাধারণ মেলা নয়, বরং চীনের উন্মুক্তকরণ বৃদ্ধির অভিযান বলে মন্তব্য করেছেন সি চিন পিং। সম্পাদকীয়তে আরও বলা হয়, চীন বিশ্বায়ন থেকে উপকার পেয়েছে। বিশ্বায়নেও চীনের অবদান রয়েছে। চীনের দ্রুত প্রবৃদ্ধির অর্থনীতি বিশ্ব অর্থনীতির প্রধান চালিকাশক্তি। চীন উন্মুক্তকরণ ও সমন্বিত অর্জন জাতীয় সহযোগিতা পদ্ধতি এবং সমতাসম্পন্ন ও উপযোগী আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা চালিয়ে আসছে। প্রেসিডেন্ট সি চিন পিং বরাবরই বলেছেন, চীনারা চীনের দ্রুত উন্নয়নের সুযোগ-সুবিধা কাজে লাগাতে বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে স্বাগত জানায়। আন্তর্জাতিক আমদানি মেলা আয়োজনের মাধ্যমে সবার সামনে অবাধ বাণিজ্য এবং উন্মুক্ত উন্নয়নের ধারণা তুলে ধরেছে চীন। (রুবি/তৌহিদ)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040